IND vs IRE: বৃষ্টিতে খেলা হল না এক বলও, তৃতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত, ২-০ তে সিরিজ জয় ভারতের
IND vs IRE, 3rd T20: প্রথম ম্যাচে মাত্র ২ রানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচেও জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। রিঙ্কু সিংহ, শিভম দুবে দুর্দান্ত ইনিংস খেলেন।
ডাবলিন: আয়ারল্যান্ডের (IND vs IRE) বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে (T20 Cricket) এক বলও খেলা হল না। টসও করা সম্ভব হল না। ম্যাচের শুরু থেকেই বৃষ্টি শুরু হয়েছিল। পরবর্তীতে বৃষ্টি কমলেও মাঠের পরস্থিতি ম্য়াচ আয়োজনের অনুকূল ছিল না। এমনকী সময়ও ছিল না পর্যাপ্ত। তাই আম্পায়াররা ২ অধিনায়কের সঙ্গে কথা বলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। সিরিজের প্রথম দুটো ম্যাচ জেতায় সিরিজে ২-০ ব্যবধানে জিতে নেয় ভারতীয় দল।
এশিয়া কাপের আগে এটিই ছিল ভারতীয় দলের শেষ আন্তর্জাতিক ম্যাচ। এই সিরিজে একেবারে তরুণ প্লেয়ারদের নিয়ে মাঠে নেমেছে ভারত। রোহিত, বিরাট, সিরাজ, শামিদের মত তারকা অভিজ্ঞ প্লেয়াররা কেউ ছিলেন না। অধিনায়ক হিসেবে যশপ্রীত বুমরা দায়িত্ব সামলাচ্ছিলেন। এই সিরিজেই অভিষেক হয়েছিল রিঙ্কু সিংহয়ের। দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করেছেন কেকেআরের হয়ে খেলা এই বাঁহাতি মিডল অর্ডার ব্যাটার। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি। আজকের ম্য়াচে নামতে পারলে এশিয়া কাপের স্কোয়াডে যাঁরা সুযোগ পেয়েছেন, তাঁদের কাছে ম্যাচ প্র্য়াকটিসের শেষ সুযোগ থাকত। যদিও তা সম্ভব হল না। ডাবলিনের দ্য ভিলেজ স্টেডিয়ামে এদিন খেলার অনেক আগে থেকেই বৃষ্টি শুরু হয়। এদিনই চন্দ্রযান -২ চাঁদের মাটি ছুঁয়ে ইতিহাস গড়েছে। যার সাক্ষী ছিলেন ক্রিকেটাররাও। মাঠে নামার আগে টিভির পর্দায় চোখ রেখেছিলেন বুমরা, রুতুরাজ, রিঙ্কু, স্যামসনরা। যে ভিডিও ক্লিপ বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়াতে পোস্টও করা হয়েছিল। খেলা শুরুর ৩০ মিনিট আগে অর্থাৎ ৭টায় টসের নির্ধারিত সময়। কিন্তু বৃষ্টি ও খারাপ আবহাওয়ার জন্য টসই করা সম্ভব হয়নি।
এদিকে, এদিনই আইসিসির প্রকাশিত ওয়ান ডে ব্য়াটারদের ক্রমতালিকায় চতুর্থ স্থানে উঠে এলেন শুভমন গিল। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজে ধারাবাহিকতা দেখাতে পারেননি। তবে ৭৪৩ পয়েন্ট সহ চারে রয়েছেন শুভমন। পাঁচে রয়েছেন ফখর জামান। তাঁর সংগৃহীত পয়েন্ট ৭৪০।
আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দীর্ঘদিন পরে মাঠে ফিরেছেন যশপ্রীত বুমরা। চোট সারিয়ে ফিরে উইকেটও নিচ্ছেন। আইরিশদের বিরুদ্ধে তিনিই ভারতীয় দলের অধিনায়ক। টি-টোয়েন্টিতে বোলারদের ব়্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন আমদাবাদের ডানহাতি পেসার। একবারে ৭ ধাপ লাফিয়ে ৮৪ নম্বরে উঠে এসেছেন বুমরা। দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় যে দৌড়ে বেশ পিছিয়ে পড়েছিলেন তিনি। সমর্থকেরা মনে করছেন, তাঁর প্রথম দশে ঢুকে পড়া স্রেফ সময়ের অপেক্ষা।