Ind vs NZ, 1st Test Match Highlights: শ্রেয়সের সেঞ্চুরির পাল্টা লাথাম-ইয়ং জুটির ব্যাটিংয়ে জমে গেল কানপুর টেস্ট
IND vs NZ, 1st Test, Green Park: সকালটা যদি অভিষেক টেস্টে শতরানকারী শ্রেয়স আইয়ারের হয়, তো দ্বিতীয় ও তৃতীয় সেশন থাকল নিউজিল্যান্ডের।
কানপুর: এটাই বোধহয় টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য। পেণ্ডুলামের মতো কোনও সেশন একপক্ষের তো কোনও সেশন দ্বিতীয় পক্ষের। ভারত-নিউজিল্যান্ড টেস্টের দ্বিতীয় দিনও ঠিক তেমনই হল। সকালটা যদি অভিষেক টেস্টে শতরানকারী শ্রেয়স আইয়ারের হয়, তো দ্বিতীয় ও তৃতীয় সেশন থাকল নিউজিল্যান্ডের।
দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের শুরুতে ৩৪৫ রানে শেষ ভারতের প্রথম ইনিংস। তার আগে অবশ্য দুর্দান্ত শতরান হাঁকিয়েছিলেন শ্রেয়স আইয়ার। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সামনে প্রাচীর হয়ে দাঁড়ান ২ কিউয়ি ওপেনার টম লাথাম ও উইল ইয়ং। ২ জনেই নিজেদের অর্ধশতরান পূরণ করেন। ইয়ং দিনের শেষে অপরাজিত রয়েছেন ৭৫ রান। অন্যদিকে ৫০ রান করে অপরাজিত রয়েছেন লাথাম। ভারতীয় বোলাররা ৩টি সেশন মিলেও কোনও উইকেট ফেলতে পারেননি নিউজিল্যান্ডের। দ্বিতীয় দিনের শেষে বিনা উইকেটে বোর্ডে ১২৯ তুলে ফেলেছে কিউয়িরা।
যদিও কঠিন পিচে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতকে (Ind vs NZ) স্বস্তিতে রাখলেন শ্রেয়স আইয়ার। অভিষেক টেস্টেই সেঞ্চুরি করলেন। ১৬ তম ভারতীয় ক্রিকেটার হিসাবে অভিষেকে সেঞ্চুরি করলেন মুম্বইয়ের শ্রেয়স। ১৭১ বলে ১০৫ রানের ইনিংস খেলে কানপুরের পিচে নতুন নজির গড়লেন তিনি। ১০৬ রানে তিন উইকেট হারিয়ে চাপে ছিল ভারত। সেই সময় পাঁচ নম্বরে ব্যাট করতে আসেন শ্রেয়স।
কানপুর টেস্টের দ্বিতীয় দিনে এক ইনিংসে পাঁচ উইকেট নেন টিম সাউদি। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের শুরুতেই দুই উইকেট তুলে নিয়ে ভারতের প্রথম ইনিংস থামিয়ে দিলেন আজাজ প্যাটেল। কোহলি, রোহিত, লোকেশ রাহুলের মতো প্রথমসারির তারকাদের ছাড়াই কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের লড়াইয়ে নামে ভারতীয় দল। দ্বিতীয় দিনের লাঞ্চের বিরতিতে ভারত প্রথম ইনিংসে ১০৯ ওভার ব্যাট করে ৮ উইকেটের বিনিময়ে ৩৩৯ রান সংগ্রহ করে। রবিচন্দ্রন অশ্বিন ৫টি বাউন্ডারির সাহায্যে ৫৪ বলে ৩৮ রান করে অপরাজিত ছিলেন। ২৮ বলে ৪ রান করে নট-আউট ছিলেন উমেশ যাদব।