IND vs NZ 2nd Test: ময়ঙ্ক ৬২, পূজারা ৪৭, লাঞ্চে ৪০৫ রানের লিড ভারতের
India vs New Zealand, Second Test match: আজ দ্বিতীয় ইনিংসে ভারতের দু’টি উইকেটই নিয়েছেন নিউজিল্যান্ডের বাঁ হাতি স্পিনার আজাজ পটেল। এই ম্যাচে এখনও পর্যন্ত তাঁর ১২টি উইকেট নেওয়া হয়ে গেল।
মুম্বই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পর দারুণ জমিতে ভারতীয় দল। এখন দ্বিতীয় ইনিংসে ভারত এগিয়ে ৪০৫ রানে। এই ইনিংসে এখনও পর্যন্ত ২ উইকেটে ১৪২ রান করেছে ভারতীয় দল। প্রথম ইনিংসে ১৫০ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৬২ রান করেন ওপেনার ময়ঙ্ক আগরওয়াল। ৪৭ রান করেন অপর ওপেনার চেতেশ্বর পূজারা। এখন ক্রিজে অধিনায়ক বিরাট কোহলি (১১) ও শুভমান গিল (১৭)।
আজ দ্বিতীয় ইনিংসে ভারতের দু’টি উইকেটই নিয়েছেন নিউজিল্যান্ডের বাঁ হাতি স্পিনার আজাজ পটেল। প্রথম ইনিংসে তিনি একাই ভারতের ১০টি উইকেট নেন। এই ম্যাচে এখনও পর্যন্ত তাঁর ১২টি উইকেট নেওয়া হয়ে গেল।
গতকাল দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল বিনা উইকেটে ৬৯। ময়ঙ্ক ৩৮ ও পূজারা ২৯ রানে অপরাজিত ছিলেন। ভারতীয় দল দ্বিতীয় দিনের শেষে ৩৩২ রানে এগিয়েছিল। আজ সকালে প্রথমে আউট হন ময়ঙ্ক। তিনি ১০৮ বলে ৯টি বাউন্ডারি ও একটি ছক্কার সাহায্যে ৬২ রান করেন। পূজারার ৯৭ বলের ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও একটি ছক্কা। দুই ওপেনার ফিরে যাওয়ার পর এখনও পর্যন্ত সাবলীল ব্যাটিং করছেন বিরাট ও শুভমান।
গতকাল দ্বিতীয় দিন ভারতীয় দল ৩২৫ রানে অলআউট হয়ে যাওয়ার পর নিউজিল্যান্ডের প্রথম ইনিংস মাত্র ২৮.১ ওভারের মধ্যেই ৬২ রানে গুটিয়ে যায়। কিউয়িদের মাত্র দু’জন ব্যাটসম্যান দু’অঙ্কের রান করতে সক্ষম হন। সর্বোচ্চ ১৭ রান করেন কাইল জেমিয়েসন। দ্বিতীয় সর্বোচ্চ ১০ রান করেন এই ম্যাচের অধিনায়ক টম ল্যাথাম। আজাজ ১ বলে ০ রানে অপরাজিত থাকেন। ভারতের হয়ে মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেট নেন অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন পেসার মহম্মদ সিরাজ। ১৪ রান দিয়ে ২ উইকেট নেন অক্ষর পটেল। ১৩ রান দিয়ে একটি উইকেট নেন জয়ন্ত যাদব।