Ind vs NZ, 2nd Test Match Highlights: কোণঠাসা নিউজিল্যান্ড, ভারত আর সিরিজ জয়ের মধ্যে দাঁড়িয়ে ৫ উইকেট
IND vs NZ, 2nd Test, Wankhade Stadium: মুম্বইয়ে প্রবল চাপে নিউজিল্যান্ড। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় তথা সিরিজের শেষ টেস্টে তৃতীয় দিনের শেষে কিউয়িদের স্কোর ১৪০/৫। ম্যাচ জিততে ভারতের দরকার আর ৫ উইকেট।
মুম্বই: কানপুরে অল্পের জন্য রক্ষা পেয়েছিল টেস্টে বিশ্বচ্যাম্পিয়নরা। তবে মুম্বইয়ে প্রবল চাপে নিউজিল্যান্ড। ভারতের বিরুদ্ধে (Ind vs NZ) দ্বিতীয় তথা সিরিজের শেষ টেস্টে তৃতীয় দিনের খেলার শেষে কিউয়িদের স্কোর ১৪০/৫। ম্যাচ জিততে ভারতের দরকার আর ৫ উইকেট। হাতে সময় রয়েছে পুরো দুদিন। অলৌকিক কিছু না হলে এখান থেকে ভারতের ম্যাচ ও সিরিজ জয় শুধু সময়ের অপেক্ষা।
দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ব্যাটিংয়ের কোমর ভেঙে দিলেন আর অশ্বিন (R Ashwin)। ৫ উইকেটের মধ্যে তিনটিই তাঁর নেওয়া। একটি উইকেট অক্ষর পটেলের। টম ব্লান্ডেল রান আউট হয়েছেন। ভারতের চেয়ে এখনও ৩৯৯ রানে পিছিয়ে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন ৭ উইকেটে ২৭৬ রান করে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দিল ভারতীয় দল। ভারতের লিড ৫৩৯ রানের। আজ আরও ৪৭ ওভার খেলা হওয়ার কথা। ফলে ওয়াংখেড়েতে এই টেস্ট ম্যাচ আড়াই দিন গড়াতে না গড়াতেই জয়ের গন্ধ পেয়ে গেল ভারতীয় দল।
দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন প্রথম ইনিংসে ১৫০ করা ওপেনার ময়ঙ্ক আগরওয়াল। অপর ওপেনার চেতেশ্বর পূজারা করেন ৪৭ রান। তিন নম্বরে নামা শুভমান গিলও করেন ৪৭ রান। অধিনায়ক বিরাট কোহলি করেন ৩৬ রান। শ্রেয়স আয়ার ১৪, ঋদ্ধিমান সাহা ১৩ রান করেন। অক্ষর পটেল ২৬ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল চারটি ছক্কা ও তিনটি বাউন্ডারি। জয়ন্ত যাদব করেন ৬ রান। তিনি আউট হয়ে যেতেই ইনিংস ডিক্লেয়ার করে দেন বিরাট।
ফাইনালে স্ট্রেট গেমে পরাজয়, রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল সিন্ধুকে
দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে অনিল কুম্বলের রেকর্ড স্পর্শ করলেন আজাজ পটেল। ১৯৯৯ সালে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১০ উইকেট নেন কুম্বলে। সেই ম্যাচে তিনি নেন মোট ১৪টি উইকেট। ওয়াংখেড়েতে চলতি টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে ১০ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিলেন আজাজ। এই ম্যাচে তাঁর মোট ১৪টি উইকেট হয়ে গেল।