(Source: ECI/ABP News/ABP Majha)
BWF World Tour Final: ফাইনালে স্ট্রেট গেমে পরাজয়, রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল সিন্ধুকে
PV Sindhu: সিন্ধুকে সহজেই হারিয়ে খেতাব জিতে নিলেন দক্ষিণ কোরিয়ার আন সে ইয়ং। জোড়া অলিম্পিক্স পদকজয়ীকে কার্যত দাঁড়াতেই দেননি ইয়ং। ২১-১৬, ২১-১২ স্ট্রেট গেমে সিন্ধুকে হারান তিনি।
বালি: সোনার কাছাকাছি এসেও শেষরক্ষা করতে পারলেন না পি ভি সিন্ধু (P V Sindhu)। টানা তিনটি সেমিফাইনালে পরাজয়ের রেশ কাটিয়ে ফাইনালে পৌঁছেছিলেন। ব্যাডমিন্টনে বিশ্বচ্যাম্পিয়ন পিভি সিন্ধু গতকালই পৌঁছে গিয়েছিলেন বিডব্লুএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের ফাইনালে। কিন্তু শেষরক্ষা হল না । সিন্ধুকে সহজেই হারিয়ে খেতাব জিতে নিলেন দক্ষিণ কোরিয়ার আন সে ইয়ং । জোড়া অলিম্পিক্স পদকজয়ীকে কার্যত দাঁড়াতেই দেননি ইয়ং। ২১-১৬, ২১-১২ স্ট্রেট গেমে সিন্ধুকে হারান তিনি ।
বিশ্বের সাত নম্বর সিন্ধুর সামনে ফাইনালে ছিলেন বিশ্বের ৬ নম্বর তারকা সে ইয়ং। ইন্দোনেশিয়া মাস্টার্স ও ইন্দোনেশিয়া ওপেন খেতাব জেতার পর তিন সপ্তাহের মধ্যে তৃতীয় খেতাব জিতে নিলেন দক্ষিণ কোরিয়ার শাটলার । গত অক্টোবরে ডেনমার্ক ওপেনেও তিনিই সিন্ধুকে হারিয়েছিলেন । এই নিয়ে তিনবার ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের ফাইনাল খেলতে নেমেছিলেন সিন্ধু । ২০১৮ সালে প্রথম ও এখনও অবধি একমাত্র ভারতীয় হিসেবে এই খেতাব তিনি জেতেন। ফের সেই খেতাব জয়ের সম্ভাবনা থাকলেও তা অধরাই থেকে গেল সিন্ধুর কাছে ।
একমাত্র ভারতীয় শাটলার হিসেবে ২০১৮ সালে এই টুর্নামেন্টের খেতাব জিতেছিলেন পি ভি সিন্ধু । তার আগের বছর অর্থাৎ, ২০১৭ সালে জাপানি তারকা শাটলার অ্যাকনে ইয়ামাগুচির কাছে হেরে খেতাবের স্বপ্ন শেষ হয়েছিল সিন্ধুর । তবে এ বার সেই ইয়ামাগুচিকেই সেমিফাইনালে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছিলেন অলিম্পিক্সে জোড়া পদকজয়ী সিন্ধু । কিন্তু অল্পের জন্য খেতাব হাতছাড়া করে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল সিন্ধুকে ।
৩৯ মিনিটেই শেষ হয়ে যায় সিন্ধু বনাম সে ইয়ংয়ের ফাইনালের লড়াই। ১৯ বছরের দক্ষিণ কোরিয়ার শাটলার প্রথম গেম জেতেন ২১-১৬। দ্বিতীয় গেমেও সিন্ধু কার্যত দাঁড়াতে পারেননি। ফলে দ্বিতীয় গেমও ১২-২১ এ জেতেন আন সে ইয়ং। এই নিয়ে তৃতীয় বার ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের ফাইনালে খেলতে নেমেছিলেন সিন্ধু।