শেষ টি-টোয়েন্টি-তে ফিরতে পারেন রোহিত, খেলানো হতে পারে ঋষভকেও, কোথায়, কখন খেলা দেখবেন?
ওয়েলিংটনের নায়ক মণীশ পান্ডে আশাবাদী, তাঁরা কেন উইলিয়ামসনের দলকে তাঁদের ঘরের মাঠেই ৫-০ হারাতে প্রস্তুত।
মাউন্ট মউনগানুই: হ্যামিলটনের সেডেন পার্কে ম্যাচ জিতে আগেই সিরিজ পকেটে পুড়ে নিয়েছে ভারত। এরপর নিয়ম রক্ষার লড়াইয়েও জয় পেয়েছে বিরাট কোহলির দল। পরপর ২ ম্যাচে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়ে ভারত এখন নিউ জিল্যান্ডকে হোয়াইট ওয়াশের লক্ষ্যে। রবিবার মাউন্ট মউনগানুইয়ের বে ওভালে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত বনাম নিউজিল্যান্ড। ওয়েলিংটনের নায়ক মণীশ পান্ডে আশাবাদী, তাঁরা কেন উইলিয়ামসনের দলকে তাঁদের ঘরের মাঠেই ৫-০ হারাতে প্রস্তুত। ‘অবাস্তব’ নয়, প্রত্যয়ী মেন ইন ব্লু-রা।
রবিবার ম্যাচে ফেরার সম্ভাবনা রয়েছে রোহিত শর্মার। কেএল রাহুলের পরিবর্তে খেলানো হতে পারে ঋষভ পন্থকেও। প্রসঙ্গত, এই সিরিজে এখনও পর্যন্ত একটি ম্যাচেও সুযোগ পাননি এই তারকা উইকেট কিপার ব্যাটসম্যান।
সিরিজের পঞ্চম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে মাউন্ট মউনগানুইয়ের বে ওভালে। খেলা শুরু হবে ভারতীয় সময় বেলা সাড়ে ১২টায়। খেলার সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস ওয়ান এইচডি, স্টার স্পোর্টস হিন্দি, স্টার স্পোর্টস হিন্দি এইচডি।