IND VS NZ: ''রাহানে, পূজারার পাশেই দল, ঋদ্ধিকে নিয়ে ধীরে চলো নীতি'', বলছেন মাম্বব্রে
IND VS NZ: দ্বিতীয় টেস্টে ভারতীয় একাদশে ঢুকে পড়তে চলেছেন বিরাট কোহলি। কোপ পড়তে পারে সহ অধিনায়ক অজিঙ্ক রাহানের ওপর। তবে সাংবাদিক বৈঠকে এসে রাহানে, পূজারার পাশেই দাঁড়ালেন পারশ মাম্বব্রে।
মুম্বই: দ্বিতীয় টেস্টের আগে ঋদ্ধিমান সাহার ফিটনেসের দিকে লক্ষ্য রাখছে টিম ম্যানেজমেন্ট, সাংবাদিক বৈঠকে জানালেন পারশ মামব্রে (Paras Mhambrey) । প্রথম টেস্টে কাঁধে চোট নিয়ে অর্ধশতরানের ইনিংস খেলেছেন বাংলার অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার। কিন্তু উইকেটের পেছনে কিপিংয়ের সময়ে অস্বস্থি অনুভব করায় তাঁর বদলি কে এস ভরতকে দেখা গিয়েছিল। কিন্তু দ্বিতীয় টেস্টের আগে ধীরে চলো নীতি নিয়েছে টিম ম্যানেজমেন্ট। ভারতীয় দলের নব নির্বাচিত বোলিং কোচ পারশ মামব্রে। তিনি বলেন, ''দরকারের সময় ঋদ্ধি যেভাবে ব্যাট হাতে লড়েছে, তা প্রশংসার যোগ্য। আমরা খেলার শুরুর আগে পর্যন্ত অপেক্ষা করতে চাই। পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ওই আমাদের প্রথম পছন্দ।''
দ্বিতীয় টেস্টে ভারতীয় একাদশে ঢুকে পড়তে চলেছেন বিরাট কোহলি। কোপ পড়তে পারে সহ অধিনায়ক অজিঙ্ক রাহানের ওপর। ভারতের নতুন বোলিং কোচ অবশ্য বলছেন, ''রাহানে ও পূজারার পারফরম্যান্স নিয়ে আমরা একদমই চিন্তিত নই। ওঁরা যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন। ওরা অনেক ক্রিকেট খেলেছে। আর আমরাও জানি যে মাত্র একটা ইনিংস দূরে ওরা নিজেদের সেরা ফর্ম ফিরে পেতে। দলের সবাই ওদের পাশে রয়েছে। দলের জন্য প্রচুর ভাল ভাল ইনিংস উপহার দিয়েছে ওরা। রাহানে, পূজারা ২ জনেই জানে যে ওদের থেকে দল কি চাইছে।'' অফ ফর্মে থাকা ইশান্ত শর্মাকে নিয়েও প্রশ্ন উঠেছিল। পারশ বলছেন, ''ইশান্ত শর্মা খুব বেশি ম্যাচ খেলার সুযোগও পায়নি গত কয়েক মাসে। ও ছন্দটা হারিয়ে ফেলেছে। আর কয়েকটা ম্যাচ খেললে ধীরে ধীরে ছন্দে ফিরে আসবে ও।''
আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত- নিউজিল্যান্ড (india vs newzeland) দ্বিতীয় টেস্ট। তার আগে আজ অনুশীলনে নামার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। কিন্তু বৃষ্টির জন্যই বাতিল হয়ে গিয়েছে দ্রাবিড় বাহিনীর আজকের অনুশীলন।
আরও পড়ুন: রাহানে নাকি অন্য কেউ, মুম্বই টেস্টে বাদ কে? কী বলছেন কার্তিক?