Ind vs NZ: ভারতের তৃতীয় বৃহত্তম স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ম্যাচ, ৬ ঘণ্টায় নিঃশেষ টিকিট
Team India: ২০০৮ সালে তৈরি এই মাঠ ভারতের (Team India) তৃতীয় বৃহত্তম স্টেডিয়াম। গোটা বিশ্বের নিরিখে চতুর্থ বৃহত্তম।
রায়পুর: শহিদ বীর নারায়ণ সিংহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ভারত বনাম নিউজিল্যান্ডের (Ind vs NZ) দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ খেলা হবে রায়পুরের এই মাঠেই। ভারতে ৫০তম মাঠ হিসাবে আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচ আয়োজিত হতে চলেছে এখানে। প্রথম ম্যাচ আয়োজন ঘিরে উন্মাদনা রায়পুর জুড়ে। যে মাঠের দর্শকাসন ৪৯ হাজার।
২০০৮ সালে তৈরি এই মাঠ ভারতের (Team India) তৃতীয় বৃহত্তম স্টেডিয়াম। গোটা বিশ্বের নিরিখে চতুর্থ বৃহত্তম। ছত্তীসগঢ় রাজ্য ক্রিকেট সংস্থার সচিব মুকুল তিওয়ারি বলেছেন, 'আমাদের কাছে এটা গর্বের মুহূর্ত। ক্রিকেট নিয়ে গোটা রাজ্যে দারুণ উন্মাদনা। যা কিছুটা বোঝা যাচ্ছে টিকিট বিক্রির ছবি থেকে। আমরা টিকিট বিক্রি শুরু করার ৬ ঘণ্টার মধ্যে সব নিঃশেষ হয়ে যায়। এখনও টিকিটের খোঁজে স্টেডিয়ামের বাইরে মানুষ ভিড় করছেন। আমরা স্কুলপড়ুয়াদের জন্য ৩০০ টাকা দামের ৪ হাজার টিকিট সংরক্ষণ করে রেখেছি।'
চলতি বছরে দেশের মাটিতে বিশ্বকাপ। অক্টোবর-নভেম্বর মাসে। বিশ্বকাপের ম্যাচ আয়োজন করতে চায় রায়পুর। আর সেই কারণে ভারত-নিউজিল্যান্ড ম্যাচকে স্মরণীয় করে তুলতে চায় ছত্তীসগঢ় ক্রিকেট সংস্থা।
এর আগে ২০১৩ ও ২০১৫ সালে আইপিএলের দুটি ম্যাচ আয়োজন করেছিল রায়পুর। দিল্লি ডেয়ারডেভিলসের (তখনও নাম পরিবর্তিত হয়ে দিল্লি ক্যাপিটালস হয়নি) হোম ম্যাচ হিসাবে।
View this post on Instagram
ইডেন গার্ডেন্সে ভারত-শ্রীলঙ্কা ওয়ান ডে ম্যাচে লেজার শো আয়োজন করা হয়েছিল। রায়পুরেও ভারত-নিউজিল্যান্ড ম্যাচের শেষে লেজার শো আয়োজন করা হবে। সেখানে আলোর কারসাজিতে তুলে ধরা হবে ছত্তীসগঢ়ের ঐতিহ্য।
আরও পড়ুন: ক্রিকেট না ফ্যাশন শো, সরফরাজের ফিটনেস প্রসঙ্গে সমালোচকদের কড়া জবাব দিলেন গাওস্কর