India wins T20 Series: ট্রফি দিয়ে ভারতীয় ক্রিকেটে দ্রাবিড় যুগ শুরু
Ind vs NZ Match Highlights: কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সিরিজেই ট্রফি জিতলেন রাহুল দ্রাবিড়। টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পাওয়ার পর প্রথম ট্রফি জিতলেন রোহিত শর্মাও।
রাঁচি: ভারতীয় ক্রিকেটে ট্রফি দিয়ে শুরু হল দ্রাবিড় যুগ। কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সিরিজেই ট্রফি জিতলেন রাহুল দ্রাবিড়। সেই সঙ্গে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পাওয়ার পর প্রথম দ্বিপাক্ষিক সিরিজে ট্রফি জিতলেন রোহিত শর্মাও।
রাঁচিতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হেলায় হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া। এক ম্যাচ বাকি থাকতেই। ইডেন গার্ডেন্সে সিরিজের শেষ ম্যাচ কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়াল। যে ম্যাচের ফলাফল যাই হোক না কেন, ট্রফি হাতে তুলবেন রোহিতই।
নিউজিল্যান্ডের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপে হারতে হয়েছিল বিরাট কোহলির ভারতকে। শুক্রবার অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালিস্টদের কার্যত দাঁড়াতেই দেয়নি ভারত। ১৫৪ রান তাড়া করতে নেমে ১৬ বল বাকি থাকতে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
ব্যাট হাতে ভারতের জয়কে মসৃণ করলেন কে এল রাহুল ও রোহিত। ৪৯ বলে ৬৫ রান করেন রাহুল। আর রোহিত আউট হন ৩৬ বলে ৫৫ রান করে। ১৭.২ ওভারে লক্ষ্যপূরণ করে ফেলে ভারতীয় দল।
ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার স্টেডিয়ামের বাইশ গজে বড় রান ওঠার পূর্বাভাস ছিল। নিউজিল্যান্ডের (New Zealand Cricket Team) দুই ওপেনার মার্টিন গাপ্টিল (Martin Guptill) ও ডারিল মিচেল (Daryll Mitchell) ৪ ওভারে ৪৮ রান তুলে দেওয়ার পর মনে হচ্ছিল, সেই পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলে যেতে চলেছে। মনে করা হচ্ছিল, দুশোর কাছাকাছি রান তুলবেন কিউয়িরা।
যদিও শেষ পর্যন্ত ১৫৩/৬ স্কোরে আটকে যায় নিউজিল্যান্ড। বল হাতে দুরন্ত প্রত্যাবর্তন ঘটালেন ভারতীয় বোলাররা (Indian Cricket Team)। যে লড়াইয়ে নেতৃত্ব দিলেন যিনি, শুক্রবারই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে তাঁর অভিষেক হল। হর্ষল পটেল (Harshal Patel)। ৪ ওভারে মাত্র ২৫ রান খরচ করে ২ উইকেট তুলে নিলেন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলা মিডিয়াম পেসার। একই সঙ্গে ছন্দে আর অশ্বিন (R Ashwin)। তামিলনাড়ুর অফস্পিনার ৪ ওভারে খরচ করলেন মাত্র ১৯ রান। তুলে নিলেন ১ উইকেট।
টস জিতে শুক্রবার নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। নিউজিল্যান্ডের শুরুটা ভাল হয়েছিল। তবে মার্টিন গাপ্টিলকে (১৫ বলে ৩১ রান) ফিরিয়ে কিউয়ি শিবিরে প্রথম ধাক্কাটা দেন দীপক চাহার। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৫৩/৬ স্কোরে আটকে যায় নিউজিল্যান্ড। যে লক্ষ্য সহজেই পূরণ করে ফেললেন রোহিত-রাহুলরা।