IND vs NZ, Second Test Day 3: ১০ উইকেট নিয়েও ট্র্যাজিক হিরো আজাজ পটেল! আজই টেস্ট জিতে যাবে ভারত?
India vs New Zealand, Second Test Match: ভারতীয় দল দ্বিতীয় দিনের শেষে ৩৩২ রানে এগিয়ে। হাতে ১০ উইকেট। ফলে তিনদিনেই ওয়াংখেড়ে টেস্ট ম্যাচ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে।
মুম্বই: একাই প্রথম ইনিংসে ১০ উইকেট নিয়েছেন। কিন্তু দলের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ট্র্যাজিক হিরো হয়েই থেকে যেতে পারেন আজাজ পটেল। গতকাল প্রথম ইনিংসে মাত্র ৬২ রানে অলআউট হয়ে গিয়েছে নিউজিল্যান্ড। ভারতীয় দল দ্বিতীয় দিনের শেষে ৩৩২ রানে এগিয়ে। হাতে ১০ উইকেট। আজই যদি বিশাল লিড নিয়ে কিউয়িদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে পাঠান ভারতের অধিনায়ক বিরাট কোহলি, তাহলে তিনদিনেই ওয়াংখেড়ে টেস্ট ম্যাচ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে অসাধারণ ব্যক্তিগত পারফরম্যান্সের পরেও লজ্জার হারের মুখ দেখতে হবে আজাজকে।
গতকাল দ্বিতীয় দিন ভারতীয় দল ৩২৫ রানে অলআউট হয়ে যাওয়ার পর নিউজিল্যান্ডের প্রথম ইনিংস মাত্র ২৮.১ ওভারের মধ্যেই গুটিয়ে যায়। কিউয়িদের মাত্র দু’জন ব্যাটসম্যান দু’অঙ্কের রান করতে সক্ষম হন। সর্বোচ্চ ১৭ রান করেন কাইল জেমিয়েসন। দ্বিতীয় সর্বোচ্চ ১০ রান করেন এই ম্যাচের অধিনায়ক টম ল্যাথাম। আজাজ ১ বলে ০ রানে অপরাজিত থাকেন। ভারতের হয়ে মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেট নেন অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন পেসার মহম্মদ সিরাজ। ১৪ রান দিয়ে ২ উইকেট নেন অক্ষর পটেল। ১৩ রান দিয়ে একটি উইকেট নেন জয়ন্ত যাদব।
দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে ওপেন করতে নেমেছেন প্রথম ইনিংসে ১৫০ রান করা ময়ঙ্ক পটেল ও চেতেশ্বর পূজারা। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৬৯। ময়ঙ্ক ৩৮ ও পূজারা ২৯ রানে অপরাজিত।
ওয়াংখেড়ে টেস্টের প্রথম দিন সকালে আউটফিল্ড ভেজা থাকায় নির্দিষ্ট সময়ে খেলা শুরু করা যায়নি। সকাল সাড়ে ৯টা থেকে খেলা শুরু হওয়ার কথা থাকলেও, বেলা ১২টার আগে শুরু হয়নি ম্যাচ। এতটা সময় নষ্ট হওয়ার পরেও ভারতীয় দল দ্বিতীয় দিনের শেষেই ম্যাচ জয়ের গন্ধ পাচ্ছে। কানপুরে প্রথম টেস্টে দুর্দান্ত লড়াই করে ম্যাচ ড্র করতে পেরেছিল নিউজিল্যান্ড। কিন্তু ওয়াংখেড়েতে সেই সম্ভাবনা ক্ষীণ।