Ind vs Pak Match Highlights: আটে আট! পাকিস্তানকে ৭ উইকেটে গুঁড়িয়ে বিশ্বকাপের গ্রুপ শীর্ষে উঠে এল ভারত
শনিবারও ভারতের অশ্বমেধ দাপিয়ে বেড়াল। নরেন্দ্র মোদি-অমিত শাহর শহরে পাকিস্তানকে ৭ উইকেটে গুঁড়িয়ে দিল ভারত। ওয়ান ডে বিশ্বকাপের স্কোরলাইনটা দাঁড়াল ভারত - ৮, পাকিস্তান - ০।
আমদাবাদ: শুরু হয়েছিল ১৯৯২ বিশ্বকাপে (ODI World Cup)। সিডনিতে। পাকিস্তানকে ৪৩ রানে হারিয়ে এক অনন্য বিজয়রথ ছোটাতে শুরু করেছিল ভারত (Ind vs Pak)। সেই সময় ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন মহম্মদ আজহারউদ্দিন।
সিডনির সেই ম্যাচের পর দেখতে দেখতে দীর্ঘ ৩১ বছর অতিবাহিত। মাঝের সময়ে আরও সাতবার ওয়ান ডে বিশ্বকাপে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান (শনিবার আমদাবাদের ম্যাচ ধরে)। কিন্তু ফলাফল সেই একই গতে বাঁধা। ওয়ান ডে বিশ্বকাপ মানেই ভারতের হাতে পাক-বধ। প্রতিপক্ষ অধিনায়কের নাম কখনও ইমরান খান, কখনও আমির সোহেল, কখনও ওয়াসিম আক্রম, তো কখনও বাবর আজ়ম। বাইশ গজের যুদ্ধক্ষেত্র কখনও ম্যাঞ্চেস্টার, তো কখনও মোহালি। সব কিছু বদলেছে। শুধু বদলায়নি ভারতের সামনে ওয়ান ডে বিশ্বকাপে পাকিস্তানের কেঁপে যাওয়ার ছবি।
শনিবারও ভারতের অশ্বমেধ দাপিয়ে বেড়াল। নরেন্দ্র মোদি-অমিত শাহর শহরে পাকিস্তানকে ৭ উইকেটে গুঁড়িয়ে দিল ভারত। ওয়ান ডে বিশ্বকাপের স্কোরলাইনটা দাঁড়াল ভারত - ৮, পাকিস্তান - ০।
কয়েকদিন আগেই বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাসে নাম তুলে ফেলেছিলেন বাবর আজ়মরা (Babar Azam)। কেন? কারণ, ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে শ্রীলঙ্কার কাছে অপরাজেয় থেকে গিয়েছিল পাকিস্তান। আটবারের সাক্ষাতে আটবারই দ্বীপরাষ্ট্রকে হারিয়েছে পাকিস্তান। বিশ্বকাপে কোনও এক দলের বিরুদ্ধে আর এক দলের সবচেয়ে বেশি ম্যাচ জেতার নজির। পিছিয়ে পড়েছিল পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ৭-০ রেকর্ড। তখন বলাবলি শুরু হয়েছিল, লজ্জার ৮-০ এড়াতে পারবে পাকিস্তান?
মাঠে অবশ্য ভারতের বিক্রমের সামনে মুড়িয়ে গেল পাক আস্ফালন। প্রায় ২০ ওভার বাকি থাকতে ম্যাচ হেরে বসল পাকিস্তান। সেই সঙ্গে বিশ্বকাপে কোনও এক দলের বিরুদ্ধে আর এক দলের সাফল্যের নিরিখেও পাকিস্তানের রেকর্ডকে ধরে ফেলল টিম ইন্ডিয়া।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো কিংবদন্তি অধিনায়ক শুক্রবারই এবিপি লাইভের সঙ্গে আড্ডায় পূর্বাভাস করেছিলেন যে, অঘটন না ঘটলে পাকিস্তানের বিরুদ্ধে হাসতে হাসতে জিতবে ভারত। সেই ভবিষ্যদ্বাণী যে এমন অক্ষরে অক্ষরে ফলে যাবে, তা কি সৌরভ নিজেও ভেবেছিলেন? আক্ষরিক অর্থেই হাসতে হাসতে ম্যাচ জিতল ভারত।
ম্যাচের প্রথমার্ধেই দেওয়াল লিখন পড়া যাচ্ছিল, ভারতীয় বোলারদের দাপটে যখন ৪২.৫ ওভারে মাত্র ১৯১ রানে গুটিয়ে গিয়েছিল পাক ইনিংস। ভারতীয় বোলারদের গোলাগুলির সামনে একমাত্র লড়াই করেছিলেন বাবর (৫০) ও মহম্মদ রিজ়ওয়ান (৪৯)। পাকিস্তানের সেরা দুই ব্যাটার ছাড়া বাকিদের পারফরম্যান্স উল্লেখযোগ্য নয়। বরং আগুনে গতিতে পাক ব্যাটিংয়ে কাঁপুনি ধরালেন যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ়রা। ঘূর্ণির ভেল্কিতে নাজেহাল করলেন কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজা। এই চার বোলারের পাশাপাশি ২ উইকেট হার্দিক পাণ্ড্যরও।
রান তাড়া করতে নেমে ডেঙ্গি-মুক্ত শুভমন গিল শুরুতেই ফেরেন। ১১ বলে ১৬ রান করে। কিন্তু পাকিস্তানের প্রত্যাবর্তনের স্বপ্নকে ঘাড় ধরে নর্মদার জলে চুবিয়ে শ্বাসরুদ্ধ করলেন রোহিত শর্মা। হিটম্যানের ব্যাট থেকে এল ৬৩ বলে ৮৬ রানের বিধ্বংসী ইনিংস। শাহিন শাহ আফ্রিদির বলে উইকেট ছুড়ে দিয়ে না এলে বিশ্বকাপে অষ্টম সেঞ্চুরিটা বাঁধা ছিল। বিরাট কোহলি রান পাননি। ১৬ করে ফেরেন। তবে শ্রেয়স আইয়ার ও কে এল রাহুল সাবলীল ব্যাটিংয়ে ৩০.৩ ওভারে লক্ষ্যপূরণ করলেন। শ্রেয়স ৫৩ ও রাহুল ১৯ রানে অপরাজিত রইলেন। এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল ভারত। ৩ ম্যাচে ৬ পয়েন্ট ও হৃষ্টপুষ্ট রান রেট সহ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন