Arshdeep Singh: এমন মুহূর্ত আর কখনও আসবে না, পাকিস্তান ইনিংসকে ভেঙে বললেন অর্শদীপ
Ind vs Pak: বাঁহাতি পেসার ৪ ওভারে মাত্র ৩২ রানে তিন উইকেট তুলে নিলেন। তাঁর শিকারের তালিকায় পাকিস্তানের সেরা দুই ব্যাটার- মহম্মদ রিজওয়ান ও বাবর আজম। সেই সঙ্গে আসিফ আলির উইকেটও নিলেন।
মেলবোর্ন: মাত্র মাস খানেকের ব্যবধান। এশিয়া কাপে (Asia Cup) পাকিস্তানের আসিফ আলির ক্যাচ ফেলে খলনায়ক হয়ে গিয়েছিলেন অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রোলের শিকার হতে হয়েছিল পঞ্জাবের তরুণকে। বাঁহাতি পেসারের যেন পুনর্জন্ম হল পাকিস্তান ম্যাচেই। এবং সেটা বিশ্বকাপের মতো বড় মঞ্চে।
রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে বল হাতে দুরন্ত ছন্দে ছিলেন অর্শদীপ। বাঁহাতি পেসার ৪ ওভারে মাত্র ৩২ রানে তিন উইকেট তুলে নিলেন। তাঁর শিকারের তালিকায় পাকিস্তানের সেরা দুই ব্যাটার- মহম্মদ রিজওয়ান ও বাবর আজম। সেই সঙ্গে আসিফ আলির উইকেটও নিলেন।
পাকিস্তান ইনিংসের শেষে অর্শদীপ বললেন, 'আমি শুধু মুহূর্তটা উপভোগ করতে চেয়েছিলাম। আমার মনে হয়েছিল এরকম মুহূর্ত আর কখনও আসবে না। আমি তাই চেয়েছিলাম উপভোগ করতে আর মজা করতে। দু'দিকের বড় বাউন্ডারির সুবিধা তুলতে চেয়েছিলাম। আমাদের পরিকল্পনা ছিল স্টাম্প ও প্যাড লক্ষ্য করে বল করে যাওয়া। আমার মনে হয় এই রান তাড়া করে আমরা জিতব।'
View this post on Instagram
লড়াকু স্কোর
দুরন্ত অর্শদীপ, বিশ্বকাপের অভিষেক ম্যাচেই দুর্দান্ত স্পেল। যোগ্য সঙ্গত অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যর। দু জনেই তিনটি করে উইকেট তুলে নিলেন। পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিজেদের প্রথম ম্যাচে ভারতীয় বোলারদের আঁটোসাটো বোলিং। যদিও স্লগ ওভারে চালিয়ে খেলে ১৫৯ রান বোর্ডে তুলে ফেলল পাকিস্তান। অর্ধশতরানের ইনিংস খেললেন ইফতিকার আমেদ।