IND vs SA 1st T20I: আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি, কখন, কোথায় দেখবেন ম্যাচ?
IND vs SA: চোটের জন্য প্রথম ম্য়াচের আগের দিনই ছিটকে গিয়েছেন কে এল রাহুল (K L Rahul)। এছাড়াও চোট পেয়ে ছিটকে গিয়েছেন চায়নাম্যান কুলদীপ যাদব। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের নেতৃত্বে পন্থ।
নয়াদিল্লি: শেষবার দক্ষিণ আফ্রিকার (South Africa) মাটিতে ২ দল সাদা বলের ক্রিকেটে মুখোমুখি হয়েছিল। সেই অভিজ্ঞতা খুব একটা ভাল ছিল না। ৩ ম্যাচই হারতে হয়েছিল। এবার ঘরের মাঠে টি-টোয়েন্টি (T20) সিরিজে কাল থেকে মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল। প্রথম ম্যাচে নামার আগের দিনই বিশাল ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। কে এল রাহুল (K L Rahul) ছিটকে গিয়েছেন চোটের জন্য। চোটের জন্য পাওয়া যাবে না কুলদীপ যাদবকেও (Kuldeep Yadav)। এই পরিস্থিতিতে তরুণ দল নিয়ে কতটা লড়াই দেবেন পন্থ, তা সময়ই বলবে।
আজ ম্যাচ
প্রথম টি-টোয়েন্টিতে কাল মুখোমুখি ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
কোথায় খেলা
অরুণ জেটলি স্টেডিয়াম, নয়াদিল্লি
কখন শুরু
স্থানীয় সময় সন্ধে ৭টায় ম্যাচ শুরু
কোথায় দেখা যাবে
এই ম্য়াচ সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়াও অনলাইনে লাইভ স্ট্রিমিং হবে ডিজনি প্লাস হটস্টারে
আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের সহ অধিনায়কের দায়িত্ব বর্তেছে হার্দিক পাণ্ড্যর ওপর। গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসেবে কিছুদিন আগেই আইপিএলে জিতেছেন। তাই হার্দিককে পন্থের ডেপুটি বাছতে বেশি ভাবতে হয়নি।
ভারতের মাটিতে ৫টি টি-টোয়েন্টি খেলবে প্রোটিয়া শিবির। এই সিরিজে ভারতীয় শিবিরে রয়েছেন একাধিক তরুণ মুখ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য উমরান মালিক, অর্শদীপ সিংহ, রবি বিষ্ণোই। এছাড়াও দীনেশ কার্তিকের মত অভিজ্ঞ ক্রিকেটারও ফিরে এসেছেন জাতীয় দলে।
এখনও পর্যন্ত টি-টোয়েন্টিতে মোট ১৫ ম্য়াচ মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। তার মধ্যে ৯ বার জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। ৬ বার জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু ভারতের মাটিতে প্রোটিয়া শিবিরের রেকর্ড বেশ ভাল। এখানে মোট ৪ বার খেলতে নেমে ৩বারই জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এবার দেখার দেশের মাটিতে সেই রেকর্ড নিজেদের দখলে আনতে পারে কি না ভারতীয় দল।
আরও পড়ুন: মিতালির অবসরের দিনেই বাদ ঝুলনও, লঙ্কা সফরে নেতৃত্বে হরমনপ্রীত