Women Cricket Team Captain: মিতালির অবসরের দিনেই বাদ ঝুলনও, লঙ্কা সফরে নেতৃত্বে হরমনপ্রীত
Harmanpreet Kaur Captain: বুধবার টুইটারে নিজেই জানালেন এই খবর। এর আগেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন মহিলা ক্রিকেট বিশ্বকাপ তাঁর শেষ টুর্নামেন্ট হতে পারে। ট্যুইটার একটি আবেগঘন পোস্টও করেছেন তিনি।
মুম্বই: মিতালি রাজের অবসর ঘোষণার দিনেই শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Womens Cricket Team) ঘোষণা হল। টি-টোয়েন্টির পর এবার ওয়ান ডে দলের অধিনায়ক হিসেবেও নির্বাচিত হলেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। তবে অভিজ্ঞ ঝুলন গোস্বামীকেও বাদ দেওয়া হয়েছে জাতীয় দল থেকে। শ্রীলঙ্কা সফরে ৩টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ান ডে খেলবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আগামী ২৩ জুন থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজ। ডাম্বুলায় হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। এরপর আগামী ১ জুলাই থেকে ক্যান্ডিতে শুরু হতে চলেছে ওয়ান ডে সিরিজ।
২২ গজকে বিদায় মিতালি রাজের
দীর্ঘ ২৩ বছর পর ২২ গজকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন মিতালি রাজ। তিনি নিজের বিদায় বার্তায় জানান, ''ভারতের নীল জার্সিটা পরার জন্য অনেক ছোট থেকেই আমার যাত্রা শুরু হয়েছিল। এই যাত্রায় অনেক ভাল সময়-মন্দ সময় এসেছে। নানা ওঠাপড়া হয়েছে। প্রতিটি ঘটনা আমায় নতুন কিছু শিখিয়েছে। গত ২৩ বছর আমার জীবনে সবচেয়ে চ্যালেঞ্জিং, মজাদার ছিল। বাকি সবকিছুর মতোই এই যাত্রারও শেষ হয়। আজ, আমি আন্তর্জাতিক ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসর নিচ্ছি। যখনই আমি মাঠে নেমেছি। ভারতকে জেতানোর জন্য নিজের সেরাটা দিয়েছি। তেরঙ্গার প্রতিনিধিত্ব করার প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি।'' বিসিসিআই (BCCI) এবং জয় শাহ-কে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
১৯৯৯ সালে ওয়ান ডে ক্রিকেটে অভিষেক হয় মিতালির। ২৩২ ম্যাচে ৭৮০৫ রান করেছেন। ১২টি টেস্টে তাঁর ঝুলিতে রয়েছেন ৬৯৯ রান। একাধিক রেকর্ড ঝুলিতে পুরেছেন মিতালি। মহিলাদের ক্রিকেটে সবচেয়ে বেশি ওয়ান ডে ফর্ম্য়াটে আন্তর্জাতিক ম্যাচ খেলার নজির তাঁর ঝুলিতে। কনিষ্ঠতম মহিলা ক্রিকেটার হিসেবে ১৬ বছর ২০৫ দিন বয়সে ওয়ান ডে অভিষেকেই শতরান করেছিলেন মিতালি। অপরাজিত ১১৪ রান করেছিলেন তিনি।
আরও পড়ুন: ভাঙল ১২৯ বছরের পুরনো রেকর্ড, অজি দম্ভ চূর্ণ করে রঞ্জিতে নজির বাংলার