Ind vs SA, 2nd T20 Live Blog: মিলারের-ডি ককের অনবদ্য লড়াই সত্ত্বেও, সিরিজ জিতল ভারত
IND vs SA, 2nd T20, Barsapara Stadium: আজ জিতলেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নেবে ভারতীয় দল।
LIVE
Background
গুয়াহাটি: তিরুঅনন্তপুরমে প্রথম ম্যাচে আট উইকেটে দুরন্ত জয়ের পর, আজ গুয়াহাটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। আজ জিতলেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নেবে টিম ইন্ডিয়া। অবশ্য তারকা বোলার জসপ্রীত বুমরাকে ছাড়াই এই কাজ করতে হবে ভারতীয় দলকে। প্রথম টি-টোয়েন্টি তো খেলেনইনি, পিঠের চোটে গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন বুমরা।
তবে গত ম্যাচে বুমরার অনুপস্থিতিতে দীপক চাহার. অর্শদীপ সিংহ একেবারেই মন্দ বল করেননি। তাই বুমরাকে ছাড়াই সিরিজ জয়ের বিষয়ে নিশ্চয়ই আত্মবিশ্বাসী হবেন রোহিত শর্মারা। ম্যাচের আগে গুয়াহাটির সকালে ঘন মেঘও দর্শকদের চিন্তা বাড়াচ্ছে। গতবার ৫ জানুয়ারি ২০২০ সালে এই স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কার ম্য়াচ আয়োজিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রবল বৃষ্টিতে সেই ম্যাচ বাধ্য হয়েই বাতিল করতে হয়। সমর্থকদের আশঙ্কা, এবারও যেন আবার আগের বারের মতো বৃষ্টির জন্য ম্যাচ বাতিল না হয়ে যায়। আবহাওয়া দফতরের তরফেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েইছে। যদিও তাদের তরফে জানানো হয়েছে খুব বেশি বৃষ্টির সম্ভাবনা রবিবার অন্তত নেই। তবে ম্যাচের সিংহভাগ সময়ই আকাশ মেঘে ঢাকা থাকবে।
তবে বছর দু'য়েক আগে ম্যাচ ভেস্তে গেলেও, এবার কিন্তু উদ্য়োক্তারাও নিজেদের মতো করে প্রস্তুতি নিয়ে ফেলেছেন। আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে তাঁরা ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র থেকে অত্যন্ত হালকা পিচ কভার নিয়ে এসেছেন। অ্যাসোসিয়েশন সম্পাদক দেবজিৎ সাইকিয়া জানান, 'এই কভারগুলি জল বা জলীয় বাস্পকে দারুণভাবে রুখে দিতে সক্ষম।' এর পাশাপাশি দুর্গাপুজোর সময়ে আয়োজিত হওয়ায় এই ম্য়াচের নিরাপত্তা আয়োজন করা নিয়ে কিছুটা চিন্তা ছিলই। তবে দেবজিৎ স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রয়োজনীয় সমস্ত নিরাপত্তা ব্যবস্থা তাঁদের তরফে নেওয়া হচ্ছে।
IND vs SA, 2nd T20 Live: ১৬ রানে ভারতের জয়
মিলার-ডি ককের দুরন্ত লড়াই কাজে দিল না। ২২১ রান তুললেও ১৬ রানে ম্যাচ হারে প্রোটিয়ারা। মিলার ১০৬ ও ডি কক ৬৯ রানে অপরাজিত থাকেন। এই প্রথম ভারেতর মাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত।
IND vs SA, T20 Live: শতরানের পার্টনারশিপ
মিলার ও ডি ককের শতরানের পার্টনারশিপে কিছুটা অক্সিজেন ফিরে পেয়েছে প্রোটিয়া শিবির। উভয় ব্যাটারই ইতিমধ্যেই নিজের অর্ধশতরান পূরণ করে ফেলেছেন। ১৭ ওভার শেষে প্রোটিয়াদের স্কোর ১৬৪/৩। তবে জিততে গেলে এখনও শেষ ১৮ বলে প্রয়োজন ৭৪ রান।
IND vs SA, 2nd T20 Live: শতরানের গণ্ডি পার কর দক্ষিণ আফ্রিকা
তিন উইকেটে শতরানেই গণ্ডি পার করল দক্ষিণ আফ্রিকা। বর্তমানে ডি কক ২৭ ও মিলার ৪২ রানে ব্যাট করছেন। ১৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১১০/৩।
IND vs SA, T20 Live: ইনিংসের মাঝপথে দক্ষিণ আফ্রিকার স্কোর ৭০/৩
১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৭০/৩। মার্করামকে ৩৩ রানে ফিরিয়েছেন অক্ষর পটেল।
IND vs SA, 2nd T20 Live: ৫ ওভার শেষে প্রোটিয়াদের স্কোর ২৯/২
শুরুতে দুই উইকেট হারানোর পর ডি কক ও মার্করাম দক্ষিণ আফ্রিকার ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ৫ ওভার শেষে প্রোটিয়াদের স্কোর ২৯/২।