IND Vs SA, 2nd T20: নাক থেকে ঝড়ছে রক্ত, তাও দায়িত্ব পালনে অনড় অধিনায়ক রোহিত
IND Vs SA: সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ জিতে গিয়েছে ভারতীয় দল। ১৬ রানে দ্বিতীয় ম্যাচ জিতে প্রথমবার দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয় ভারত।
গুয়াহাটি: গুয়াহাটিতে দ্বিতীয় ম্যাচ জিতে প্রথমবার নিজেদের দেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করেছে ভারতীয় ক্রিকেট দল। ১৬ রানে ম্যাচ জেতে ভারত। এই ম্যাচেই প্রথমে ব্যাট হাতে কেএল রাহুলের সঙ্গে ৯৬ রানের পার্টনারশিপে দলের জয়ের ভিত গড়েন রোহিত। এরপর ভারতের ফিল্ডিংয়ের সময় এক অভিনব দৃশ্যের সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব।
নেতা রোহিত
দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ইনিংস চলাকালীন হঠাৎই রোহিতের নাক থেকে রক্ত ঝড়তে থাকে। তবে তা সত্ত্বেও একজন প্রকৃত নেতার মতো রোহিত ময়দান ছাড়েননি। নাক থেকে রক্ত ঝড়ার সময়ও তিনি মাঠেই দলের হয়ে ফিল্ডিং সাজাচ্ছিলেন, এমনকী হর্ষল পটেলকে পরামর্শও দিতে দেখা যায় রোহিতকে। তবে কিছুক্ষণ পর তিনি অবশ্য মাঠ ছাড়তে বাধ্য হন। পরে আবার মাঠে ফিরেও আসেন রোহিত। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়। নেতা রোহিতকে সকলে বাহবাও দেন।
Rohit Sharma was giving instructions to the players even when blood was bleeding from his nose, later he was alright and came back to the field. The captain always leads by example. pic.twitter.com/HijNI3y3qE
— Johns. (@CricCrazyJohns) October 3, 2022
বিশ্রামে কোহলি-রাহুল
সিরিজ জয় সম্পন্ন। প্রথম দুই ম্যাচই জিতে নিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। মঙ্গলবার ইনদওরে ভারত-দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুধুমাত্র নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। আর সেই ম্যাচে বিরাট কোহলি ও কে এল রাহুলকে বিশ্রাম দিচ্ছে ভারতীয় দল। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ৬ অক্টোবর রওনা হচ্ছে ভারতীয় দল। তার আগে কোহলি ও রাহুলকে তরতাজা রাখার জন্যই শেষ টি-টোয়েন্টি থেকে বিশ্রাম দেওয়া হচ্ছে।
যার অর্থ, ঋষভ পন্থ বা শ্রেয়স আইয়ার খেলার সুযোগ পেতে পারেন। পাশাপাশি জাতীয় দলের হয়ে অভিষেক হতে পারে বাংলার অলরাউন্ডার শাহবাজ আমেদেরও (Shahbaz Ahmed)। দক্ষিণ আফ্রিকা শিবির সবচেয়ে বেশি অস্বস্তিতে থাকবে অধিনায়ক তেম্বা বাভুমার ফর্ম নিয়ে। সিরিজের প্রথম ম্যাচে ৪ বলে শূন্য করেছিলেন। দ্বিতীয় ম্যাচে ৭ বলে শূন্য করেছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রোটিয়া শিবির যা নিয়ে উদ্বেগে থাকবে।
আরও পড়ুন: কোহলি-রাহুলকে বিশ্রাম দিচ্ছে ভারত, কাল কি বাংলার অলরাউন্ডারের অভিষেক?