Ind vs SA, 2nd Test, 1st Day Highlights: ২০২ রানে অল আউট টিম ইন্ডিয়া, প্রথম ইনিংসের শুরুতেই উইকেট খোয়াল দ: আফ্রিকা
IND vs SA, 2nd Test, Wanderers Stadium:টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। কিন্তু জো’বার্গে খুব বেশি রান তুলতে পারল না টিম ইন্ডিয়া।
জোহানেসবার্গ: সোমবার শুরু হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচের আগেই 'পিঠে ব্যথায় কাবু' হলেন বিরাট কোহলি। তাঁর বদলে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন কেএল রাহুল। টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। কিন্তু জো’বার্গে খুব বেশি রান তুলতে পারল না টিম ইন্ডিয়া। ২০২ রানে অল আউট হয়ে গেল ভারত।
প্রোটিয়া সফরে এখনও প্রর্যন্ত একমাত্র ওয়ান্ডারার্সেই ২টি টেস্ট জিতেছে ভারত। ২০১৭-১৮'র গত সফরে জোহানেসবার্গের জয় দিয়েই সিরিজ শেষ করেছিল টিম ইন্ডিয়া। এদিন ভারতের হয়ে ওপেন করতে নামেন মায়াঙ্ক আগরওয়াল ও ক্যাপ্টেন লোকেশ রাহুল।ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক কেএল রাহুল। অর্ধশতরান করেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন রবিচন্দ্রন অশ্বিন (৪৬)। বাকিরা কেউই তেমন রান করতে পারেননি। দক্ষিণ আফ্রিকাদের হয়ে সব থেকে বেশি উইকেট নিয়েছেন মার্কো জ্যানসেন (৪টি) এবং ৩টি করে উইকেট নিয়েছেন কাগিসো রাবাডা ও ডুয়ান অলিভিয়ের।
প্রথম দিনের লাঞ্চের বিরতিতে ৩ উইকেট হারিয়ে ৫৩ রান তুলেছিল ভারত। কিন্তু ব্রেকের পরেও রান তোলার গতি বাড়াতে পারেনি ভারত। ২০ ওভারে ভারত সংগ্রহ করেছিল ৪০ রান। ৩০ ওভারে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৬০ রান। এরপর ৯টি বাউন্ডারির সাহায্যে ১২৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লোকেশ রাহুল। কিন্তু ৪৫.৫ ওভারে জানসেনের বলে রাবাদার হাতে ধরা পড়েন ভারত অধিনায়ক।
২০২ রানে ইনিংস গুটিয়ে যাওয়ার পর দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেন করতে নামেন এডেন মার্করাম ও ক্যাপ্টেন ডিন এলগার। তবে এডেন মার্করামকে ফিরিয়ে ভারতকে শুরুতেই সাফল্য এনে দিলেন মহম্মদ সামি। ১২ বলে ৭ রান করেন তিনি।
জোহানেসবার্গে জয় পেলেই সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাবে টিম ইন্ডিয়া। এমনকী সিরিজও জিতে নেবে তারা। কিন্তু ওয়ান্ডার্সে শুরুটা ভাল না হওয়ায় কিছুটা চিন্তায় টিম ব্লু। এছাড়াও বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শুধু প্রথম দিন নয়, ম্যাচের দ্বিতীয় ও চতুর্থ দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।