IND vs SA: অশ্বিনের বদলি জাডেজা, শার্দুলের বদলে কেপটাউন টেস্টে একাদশে বাংলার মুকেশ
Mukesh Kumar: জাতীয় দলের জার্সিতে এখনও পর্যন্ত ১টি মাত্র টেস্ট খেলেছেন মুকেশ। ওয়েস্ট ইন্ডিজ সফরে গত বছর একটি টেস্ট খেলে ২টো উইকেট নিয়েছিলেন।
কেপটাউন: প্রথম টেস্টে তিনি দলে থাকলেও টিম ম্যানেজমেন্ট প্রসিদ্ধ কৃষ্ণর পক্ষে গিয়েছিল। প্রথমবার টেস্ট ক্যাপ পেয়েও তা কাজে লাগাতে পারেননি প্রসিদ্ধ। যার ফল, দ্বিতীয় টেস্টেই মুকেশ কুমার (Mukesh Kumar) প্রথম একাদশে ঢুকে পড়লেন। আবেশ খানের (Avesh Khan) সঙ্গে লড়াই ছিল দলে জায়গা পাওয়ার ব্যাপারে। কিন্তু প্রথম টেস্টে হারের পর আরও একজন টেস্টে অভিষেককারী নয়, ফর্মে থাকা মুকেশের ওপরই ভরসা রাখল টিম ম্য়ানেজমেন্ট। জাতীয় দলের জার্সিতে এখনও পর্যন্ত ১টি মাত্র টেস্ট খেলেছেন মুকেশ। ওয়েস্ট ইন্ডিজ সফরে গত বছর একটি টেস্ট খেলে ২টো উইকেট নিয়েছিলেন। এরপর নিউল্যান্ডসে নিজের কেরিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামছেন মুকেশ। প্রথম টেস্টে খেলা শার্দুল ঠাকুরের পরিবর্তে মুকেশ সুযোগ পেয়েছেন একাদশে। শার্দুল অনুশীলনের সময় চোট পেয়েছিলেন। তার জন্য ছিটকে গিয়েছিলেন আগেই।
শুধু মুকেশই নন। দ্বিতীয় টেস্টে আরও একটি বদল করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। রবিচন্দ্রন অশ্বিনের পরিবর্তে অশ্বিনকে সুযোগ দেওয়া হয়েছে। প্রথম টেস্টে অশ্বিন বল হাতে বেশ নজরকাড়া পারফর্ম করেছিলেন। কিন্তু জাডেজা ফিট হয়ে ওঠায় তারকা অলরাউন্ডারকেই সুযোগ দেওয়া হয়েছে প্রথম একাদশে। অন্যদিকে প্রোটিয়া শিবিরে তেম্বা বাভুমার পরিবর্তে ডিন এলগারই তাঁর কেরিয়ারের শেষ টেস্টে নেতৃত্ব দিচ্ছেন। দলে কোয়েৎজের পরিবর্তে দলে ঢুকে গিয়েছেন লুঙ্গি এনগিডি। প্রথম ম্যাচে চোটের জন্য খেলেননি এনগিডি। অন্যদিকে প্রথম ম্যাচের পর কোয়েৎজে চোট পান অনুশীলনে। যার জন্য দ্বিতীয় টেস্টে একাদশে জায়গা হয়ে গিয়েছে ফিট হয়ে ওঠা এনগিডির।
এর আগে গতকাল সাংবাদিক বৈঠকে এসে রোহিত বলেছিলেন, ''আমরা এখনও আমাদের একাদশে পুরোপুরি নির্ধারিত করিনি। এই ম্যাচের জন্য সবাই উপলব্ধ রয়েছেন। আমরা একাদশ নির্ধারণের আগে একসঙ্গে কথা বলে সবকিছু নিশ্চিত করব। আমাদের বোলিংটা কিছুক্ষেত্রে অনিভজ্ঞ। সেক্ষেত্রে আমাদের তো দলের বোলারদের ওপর আস্থা রাখার প্রয়োজন। দলের ওপর ভরসা রাখতে হবে। প্রসিদ্ধ কৃষ্ণের মধ্যে প্রতিভার কোনও কমতি নেই। এই স্তরে ও নিশ্চিতভাবেই সাফল্য পাবে। এটা তো সবে ওর প্রথম ম্যাচ ছিল। আর প্রথম ম্যাচে একটু বিচলিত হওয়া তো খুবই স্বাভাবিক।''
প্রথম টেস্টে ইনিংসে হারের লজ্জা এখনও টাটকা। আজ থেকে শুরু হতে চলেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট। কেপটাউনের নিউল্যান্ডসে মাঠে নামতে চলেছে ২ দল। ১৯৯২ সাল থেকে তিনবার এই মাঠে খেলতে নেমেছে ভারতীয় দল। কিন্তু তিনবারই খালি হাতে ফিরতে হয়েছে তাঁদের। এবারেও পাহাড়প্রমাণ চাপ মাথায় নিয়েই আজ থেকে মাঠে নামবে টিম ইন্ডিয়া। এবারও সিরিজ বাঁচানোর লড়াই।