Watch Video: লড়েও পারলেন না জেতাতে, মাঠেই কেঁদে ফেললেন চাহার
Watch Video: একটা মরিয়া চেষ্টাও করেছিলেন। কিন্তু পারলেন না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দীপক চাহারের ৩৪ বলে ৫৪ রানের লড়াকু ইনিংস কোনো কাজেই এল না। আর দলকে জেতাতে না পেরে মাঠেই কেঁদে ফেললেন দীপক।
কেপটাউন: তাঁকে নিয়ে খুব একটা আশা কেউ করেনি। তবে তিনি নিজের ওপর বিশ্বাস রেখেছিলেন। সেই মতো এগােচ্ছিলেন। একটা মরিয়া চেষ্টাও করেছিলেন। কিন্তু পারলেন না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দীপক চাহারের ৩৪ বলে ৫৪ রানের লড়াকু ইনিংস কোনো কাজেই এল না। আর দলকে জেতাতে না পেরে মাঠেই কেঁদে ফেললেন দীপক। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ম্যাচ হারের পর সবাইকে দেখা যায় যে দীপককে পিঠ চাপড়ে দিতে। কিন্তু নিজে এত কাছে দলকে নিয়ে গিয়েও কেন জিতিয়ে মাঠ ছাড়তে পারলেন না, সেই আক্ষেপই বারবার হচ্ছিল রাজস্থানের এই অলরাউন্ডারের।
Sport 💔 pic.twitter.com/3MPTptkc04
— Benaam Baadshah (@BenaamBaadshah4) January 24, 2022
গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে ৪ রানে হেরে যায় ভারত। সিরিজে আগেই হারতে হয়েছিল। কিন্তু সম্মানরক্ষার লড়াই ছিল কেপটাউনে। দক্ষিণ আফ্রিকার ২৮৭ রানের জবাবে একদম দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল ভারত। কিন্তু ২৮৩ রানেই আটকে যায় তারা। সিরিজে প্রথমবার খেলতে নেমে কেরিয়ারের দ্বিতীয় ওয়ান ডে অর্ধশতরান হাঁকান দীপক চাহার। ৫টি বাউন্ডারি ও ২টো ছক্কার সাহায্যে ৩৪ বলে ৫৪ রান করেন তিনি।
দক্ষিণ আফ্রিকার ২৮৭ রান তাড়া করতে নেমে ভারত শুরুতেই অধিনায়ক কে এল রাহুলের উইকেট হারায়। ব্যাটিং অর্ডারে প্রোমোশন পেয়েছিলেন ঋষভ পন্থ। তিনি কোনও রান না করেই ফেরেন। তারপর ভারতকে টানেন শিখর ধবন ও বিরাট কোহলি। দুজনই হাফসেঞ্চুরি করেন। লোয়ার অর্ডারে ক্যামিও ইনিংস খেলেন দীপক চাহার। শেষ ওভারে জয়ের জন্য ভারতের বাকি ছিল ৬ রান। হাতে ছিল এক উইকেট। পারেননি যুজবেন্দ্র চাহাল, প্রসিদ্ধ কৃষ্ণরা। ভারত অল আউট হয়ে যায় ২৮৩ রানে।
আরো পড়ুন: ''ওয়ান ডে সিরিজে দলে ভারসাম্য়ের অভাব ছিল'', এই ২ ক্রিকেটারকে চাইছেন দ্রাবিড়ের