Ind vs SA, 1 Innings Highlights: ২ উইকেট খোয়ালো ভারত, দিনের শেষে ফের ভরসা বিরাট-পূজারা
IND vs SA, 3rd Test, Newlands Cricket Ground: দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে ২১০ রানে গুটিয়ে দেন ভারত। ৫ উইকেট নেন জশপ্রীত বুমরা। কেরিয়ারে ৭ নম্বর বার টেস্টে এক ইনিংসে ৫ উইকেট নিলেন এই তারকা পেসার।
কেপটাউন: তৃতীয় টেস্ট জমে গেল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউন টেস্টের দ্বিতীয় দিনের শেষে ৭০ রানে লিড নিয়ে নিল ভারত। প্রথম ইনিংসে ১৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমেছিল ভারত। দিনের শেষে ২ উইকেট হারিয়ে ৫৭ রান বোর্ডে তুলে নিয়েছে ভারতীয় দল। ১৪ রান করে ক্রিজে আছেন বিরাট কোহলি। ৯ রান করে তাঁর সঙ্গে রয়েছেন চেতেশ্বর পূজারা।
দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে ২১০ রানে গুটিয়ে দেয় ভারত। ৫ উইকেট নেন জশপ্রীত বুমরা। কেরিয়ারে ৭ নম্বর বার টেস্টে এক ইনিংসে ৫ উইকেট নিলেন এই তারকা পেসার। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভাল হয়নি ভারতের। একবার জীবনদান পেলেও সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না ময়ঙ্ক। ৭ রান করে রাবাদার শিকার হন তিনি। মার্কো ইয়েনসনের বলে ক্যাচ আউট হয়ে মাত্র ১০ রান করে ফিরে যান কে এল রাহুলও। ২৪ রানে ২ উইকেট হারিয়ে বসেছিল ভারত। কিন্তু সেখান থেলে দলকে টানেন বিরাট ও পূজারা। এদিন আর কোনও উইকেট হারায়নি শেষ পর্যন্ত ভারত।
প্রথম ইনিংসে ভারত অল আউট হয়ে গিয়েছিল ২২৩ রানে। জবাবে ব্যাট করতে নেমে গতকালই মাত্র ৩ রান করে ফিরে গিয়েছিলেন ডিন এলগার। তাঁকে ফিরিয়ে দিয়েছিলেন জশপ্রীত বুমরা। এদিনও খেলায় প্রথম আঘাত হানেন বুমরাই। এইডেন মার্করামকে বোল্ড করে দেন তিনি। ডানহাতি প্রোটিয়া ওপেনার ৮ রান করে ফিরে যান। আগের দিন নাইটওয়াচম্যান হিসেবে মাঠে নামা কেশব মহারাজ ভাল খেলছিলেন। কিন্তু তাঁকে ফিরিয়ে দেন উমেশ যাদব। সিরাজের বদলি হিসেবে দলে ঢুকেই উইকেট তুলে নিলেন উমেশ। ৪টে বাউন্ডারির সাহায্যে ২৫ রান করে ফিরে যান মহারাজ। একসময়ে ৪৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসেছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে রাসি ফ্যান ডার ডুসেনকে সঙ্গে দলের স্কোর এগিয়ে নিয়ে যান কিগান পিটারসেন।
তবে ডুসেন ২১ রান করেই ফিরে যান উমেশের বলে। বাভুমাও ফেরেন ২৮ রান করে শামির বলে আউট হয়ে। প্রোটিয়া উইকেট কিপার ভেরেইনিকে খাতা খোলার আগেই শামি ফিরিয়ে দেন। অন্যদিকে পিটারসেন অর্ধশতরানের ইনিংস খেললেও টেল এন্ডারে কারও সমর্থন পাননি। শেষ পর্যন্ত তিনি ৭২ রান করে বুমরার বলে আউট হন। শেষদিকে রাবাদা ১৫ ও ওলিভিয়ার ১০ রান করেন। দক্ষিণ আফ্রিকার ইনিংস দুশোর গন্ডি পার করলেও ২১০ রানের বেশি এগোতে পারেনি তারা।