India Tour of South Africa: শুধু প্রথম টেস্ট নয়, পুরো প্রোটিয়া সফরেই দর্শকহীন মাঠে হবে খেলা
India Tour of South Africa: কিন্তু এবার আরও কড়়া সিদ্ধান্ত নিল প্রোটিয়া (south africa cricket board) ক্রিকেট বোর্ড। পুরো প্রোটিয়া সিরিজেই দর্শকশূন্য মাঠে খেলা হবে।

সেঞ্চুরিয়ন: প্রথমে ঠিক ছিল যে শুধুমাত্র প্রথম টেস্টে দর্শকশূন্য মাঠে খেলা হবে। কিন্তু এবার আরও কড়়া সিদ্ধান্ত নিল প্রোটিয়া (south africa cricket board) ক্রিকেট বোর্ড। পুরো প্রোটিয়া সিরিজেই দর্শকশূন্য মাঠে খেলা হবে। ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ আয়োজন নিয়ে কিছুদিন আগেই প্রশ্ন উঠেছিল। কিন্তু ওমিক্রন আতঙ্ক মাথায় নিয়েই সিরিজ খেলতে এসেছে ভারতীয় দল।
ওমিক্রণের (omicron) প্রভাব বেড়েই চলেছে। এই পরিস্থিতিতেই দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলতে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু যাতে সিরিজের মাঝে কোনও ক্রিকেটার বা কেউ ওমিক্রণ আক্রান্ত না হন, সেই কথা ভেবেই এবার প্রথম টেস্টে দর্শকহীন খেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হল। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে দর্শকহীন গ্যালারির মাঝেই খেলতে নামবে ২ দল।
বিসিসিআইয়ের (bcci) সঙ্গে এই নিয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশনের আলোচনা চলছেই। সেই মতোই প্রোটিয়া ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে সেঞ্চুরিয়ন টেস্টের জন্য কোনও টিকিট বিক্রি করা হবে না। কিছুদিন আগেই প্রোটিয়া বোর্ডের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে ২০০০ দর্শককে মাঠে ঢোকার অনুমতি দেওয়া হবে। কিন্তু ক্রমেই যেভাবে ওমিক্রণের প্রভাব দেশে বাড়ছে, তারপরই সিদ্ধান্ত বদল করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনার এই নতুন ভ্যারিয়ান্ট নিয়ে গোটা বিশ্বে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। পরিস্থিতি এমনই যে, রবিবার দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সে দেশের ক্রিকেট বোর্ড। একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, প্রথম ও দ্বিতীয় ডিভিশনের চারদিনের সমস্ত ম্যাচ স্থগিত করে দেওয়া হয়েছে। জানানো হয়েছে, করোনার বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবেই এই সিদ্ধান্ত।
এদিকে, রোহিতের পরিবর্তে ২৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু হতে চলা তিন ম্যাচের টেস্ট সিরিজে বিরাট কোহলির (Virat Kohli) টিম ইন্ডিয়ার সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন ওপেনার কে এল রাহুল (KL Rahul)।
আরও পড়ুন: ২২ গজে নয়, এবার হেঁশেলে হাত পাকাচ্ছেন রবি শাস্ত্রী






















