Ravi Shastri New Avatar: ২২ গজে নয়, এবার হেঁশেলে হাত পাকাচ্ছেন রবি শাস্ত্রী
Ravi Shastri New Avatar: কিন্তু এবার একেবারে অন্য মেজাজে দেখতে পাওয়া গেল বিরাট (Virat kohli), রোহিতদের প্রাক্তন কোচকে। ব্যাট-বল- ২২ গজ ছেড়ে একেবারে হেঁশেলে ঢুকে পড়লেন রবি শাস্ত্রী (ravi shastri)।
মুম্বই: ছিলেন ভারতীয় ক্রিকেট দলের কোচ। কোচ মেয়াদ শেষ হওয়ার পর রবি শাস্ত্রী (ravi shastri) কী করছেন, তা জানার আগ্রহ ছিল সবার। কিন্তু এবার একেবারে অন্য মেজাজে দেখতে পাওয়া গেল বিরাট (Virat kohli), রোহিতদের প্রাক্তন কোচকে। ব্যাট-বল- ২২ গজ ছেড়ে একেবারে হেঁশেলে ঢুকে পড়লেন রবি শাস্ত্রী (ravi shastri)। রান্নাও করলেন একেবারে পাকা রাঁধুনির মত। নিজেই চেখেও দেখলেন তা।
Something's cooking... 🧐
— Star Sports (@StarSportsIndia) December 20, 2021
Guess what @RaviShastriOfc is up to 👇, and stay tuned to find out! pic.twitter.com/W7cZOHGMhn
স্টার স্পোর্টসের পক্ষ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে রবি শাস্ত্রী কিছু একটা রান্না করেছেন। ক্যাপশনে প্রশ্ন করা হচ্ছে যে অনুমান করতে যে ঠিক কি রান্না করছেন ভারতীয় দলের প্রাক্তন কোচ। ২০১৭ সালে ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন শাস্ত্রী। ২০১৯ সালে ফের এবার পুননির্বাচত হন। কিন্তু ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মেয়াদ শেষ হয়ে যায় শাস্ত্রীর। এরপর আর আবেদন করেননি তিনি কোচের পদের জন্য। তাঁর কোচিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ২ বার টেস্ট সিরিজ জেতে ভারতীয় দল। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল বিরাটের টিম।
এদিকে, ওমিক্রণের (omicron) প্রভাব বেড়েই চলেছে। এই পরিস্থিতিতেই দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলতে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু যাতে সিরিজের মাঝে কোনও ক্রিকেটার বা কেউ ওমিক্রণ আক্রান্ত না হন, সেই কথা ভেবেই এবার প্রথম টেস্টে দর্শকহীন খেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হল। ভারত-দক্ষিণ আফ্রিকা পুরো সিরিজই দর্শকহীন গ্যালারির মাঝেই খেলতে নামবে ২ দল।
বিসিসিআইয়ের সঙ্গে এই নিয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশনের আলোচনা চলছেই। সেই মতোই প্রোটিয়া ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে সেঞ্চুরিয়ন টেস্টের জন্য কোনও টিকিট বিক্রি করা হবে না। কিছুদিন আগেই প্রোটিয়া বোর্ডের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে ২০০০ দর্শককে মাঠে ঢোকার অনুমতি দেওয়া হবে। কিন্তু ক্রমেই যেভাবে ওমিক্রণের প্রভাব দেশে বাড়ছে, তারপরই সিদ্ধান্ত বদলআরও পড়ুন: করোনা আক্রান্ত টেনিস সুপারস্টার রাফায়েল নাদাল করা হয়েছে।