IND vs SA: ভারতকে টেস্টে ধ্বংস করার জন্য দক্ষিণ আফ্রিকার পেসারকে পুরস্কার দেবে রাজস্থান রয়্যালস?
Nandre Burger: বার্গারকে সদ্য হওয়া মিনি অকশন থেকে কিনে নিয়েছে সঞ্জু স্যামসনদের দল। কিন্তু তাই বলে ভারতের জাতীয় দলকে নাস্তনাবুদ করার জন্য দক্ষিণ আফ্রিকার পেসারকে পুরস্কার দেওয়ার ঘোষণা!
সেঞ্চুরিয়ন: তিনি অভিষেক টেস্টে খেলতে নেমে বল হাতে ভারতকে ধ্বংস করেছেন। আর তার জন্য কি না নান্দ্রে বার্গারকে (Nandre Burger) পুরস্কার দিচ্ছে আইপিএলের দল রাজস্থান রয়্যালস!
আগামী আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন বাঁহাতি পেসার। বার্গারকে সদ্য হওয়া মিনি অকশন থেকে কিনে নিয়েছে সঞ্জু স্যামসনদের দল। কিন্তু তাই বলে ভারতের জাতীয় দলকে নাস্তনাবুদ করার জন্য দক্ষিণ আফ্রিকার পেসারকে পুরস্কার দেওয়ার ঘোষণা! রাজস্থান রয়্যালসের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে রীতিমতো হইচই পড়ে যায়।
কী লিখেছে রাজস্থান রয়্যালস? সোশ্যাল মিডিয়ায় তাদের পোস্ট, 'দারুণ খেলেছো, নান্দ্রে বার্গার। ৩-৭ জানুয়ারি তোমার জন্য জঙ্গল সাফারির টিকিট বুক করে দিলাম।'
তবে রাজস্থান রয়্যালসের পোস্ট খতিয়ে দেখার পর হাসির রোল ওঠে নেটিজেনদের মধ্যে। কারণ, মজা করে রাজস্থান বার্গারকে দ্বিতীয় টেস্টে যেন খেলতে নিষেধই করছে। ৩-৭ জানুয়ারি কেপ টাউনে দ্বিতীয় টেস্টে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। সেই টেস্টে না খেলে বার্গারকে জঙ্গলে বেড়াতে যাওয়ার প্রলোভন দেখিয়েছে রাজস্থান রয়্যালস। বার্গার না খেললে সুবিধা যে ভারতেরই।
সেঞ্চুরিয়নে ভারতের ব্যাটিংকে নাড়িয়ে দিলেন নান্দ্রে বার্গার (Nandre Burger)। অভিষেক টেস্টে খেলতে নেমে দুই ইনিংস মিলিয়ে নিলেন ৭ উইকেট। বাঁহাতি পেসারের বিরুদ্ধে হিমশিম খেয়েছেন ভারতীয় ব্যাটাররা। তবে বার্গারই প্রথম নন, সেঞ্চুরিয়নে ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেক মানেই যেন দক্ষিণ আফ্রিকার পেসারদের জ্বলে ওঠার পালা। বার্গার প্রথম ইনিংসে ৫০ রানে ৩ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ৩৩ রানে নেন ৪ উইকেট। এর আগে ২০২১ সালে এই মাঠেই ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল মার্কো জানসেনের। সেই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। প্রথম ইনিংসে ৬৯ রানে ১ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৫৫ রানে ৪ উইকেট নেন। ২০১৮ সালে সেঞ্চুরিয়নেই ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল লুনগি এনগিডিরও। সেই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। প্রথম ইনিংসে ৫১ রানে ১ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৩৯ রানে ৬ উইকেট নেন।
Well played, Nandre Burger.
— Rajasthan Royals (@rajasthanroyals) December 28, 2023
We've booked you a ticket for a Jungle Safari from Jan 3-7 😊 pic.twitter.com/sholRacue7
এই টেস্টে একশো বছরের পুরনো একটি রেকর্ড স্পর্শ করলেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসাররা। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসাররা মোট ১১ উইকেট নিয়েছেন। যা যুগ্মভাবে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ। এর আগে ১৯২৩ সালে কেপ টাউনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসাররা ১১ উইকেট নেন।
আরও পড়ুন: ম্যাচ জিতেও ধাক্কা দক্ষিণ আফ্রিকার, দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন অধিনায়ক
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে