IND vs SA: মঙ্গলবার থেকে শুরু নির্ণায়ক টেস্ট, কেপটাউনে পা রাখল টিম ইন্ডিয়া
IND vs SA: বিসিসিআইয়ের (bcci) ট্যুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখানো হচ্ছে যে জোহানেসবার্গ থেকে কেপটাউন (cape town) আসার পুরো জার্নিটা। সিরিজের ফর এখন ১-১।
কেপটাউন: সিরিজের ফল এই মুহূর্তে ১-১। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের নির্ণায়ক ম্যাচ খেলতে কেপটাউনে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। বিসিসিআইয়ের ট্যুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখানো হচ্ছে যে জোহানেসবার্গ থেকে কেপটাউন আসার পুরো জার্নিটা। কেপটাউনে নিজেদের সংস্কৃতি তুলে ধরে দ্রাবিড়, বিরাটদের সম্মান জানানো হয়। উল্লেখ্য, সেঞ্চুরিয়নে জিতলেও জোহানেসবার্গে হারের সম্মুখিন হতে হয়ে ভারতকে।
Touchdown Cape Town 📍🇿🇦#TeamIndia #SAvIND pic.twitter.com/TpMtyPK9FG
— BCCI (@BCCI) January 8, 2022
এর আগে কেপটাউনের মাটিতে ৫ বার টেস্ট ম্যাচ খেলেছে ভারতীয় দল। কিন্তু কোনোবারই জয় হাসিল করতে পারেনি। ৩ ম্যাচে হেরেছে ও ২ ম্যাচ ড্র করেছে টিম ইন্ডিয়া। ১১ জানুয়ারি থেকে শুরু হতে চলা ম্যাচে যদি ভারতীয় দল জয় হাসিল করতে পারে, তবে শুধু দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয়ই নয়, কেপটাউনেও প্রথম টেস্ট জয়ের নজির গড়বে বিরাট বাহিনী।
এদিকে, জোহানেসবার্গ টেস্টের আগে একাদশ থেকে ছিটকে গিয়েছিলেন। তবে তৃতীয় টেস্টের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বিরাট কোহলি, আশা করছেন কে এল রাহুল। বিরাটের বদলি হিসেবে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন রাহুলই। যদিও টেস্ট হারতে হয়েছে। ম্যাচের পর রাহুল বলেন, ''বিরাট আগের থেকে অনেকটাই সুস্থ এখন। ব্যথাও কমে গিয়েছে। নেটে ব্যাটিং করেছেন গত কয়েকদিন। এমনকী ফিল্ডিং ও রানিংও করেছে ও। তৃতীয় টেস্টের আগে ওর পুরো সুস্থ হয়ে ওঠা উচিত।''
সাংবাদিক সম্মেলনে এসে রাহুল দ্রাবিড়ও বিরাটের ফিটনেস নিয়ে আশার কথা শুনিয়েছিলেন। তিনি বলেন, ''ওকে ছন্দেই মনে হচ্ছে। ব্যাটিং করছে নেটে। কেপটাউনে ওকে পাওয়া যাবে বলে আমি ভীষণভাবে আশাবাদী।''
আরও পড়ুনঃ কোভিড ইস্যু, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভেন্যু সংখ্যা কমাতে পারে বিসিসিআই