এক্সপ্লোর
বিশাখাপত্তনমে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে সমস্যায় ফেলতে পারে স্পিন সহায়ক উইকেট

1/4

উচ্চমানের স্পিনের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার বরাবরই দুর্বল। দক্ষিণ আফ্রিকার ওই দুর্বলতাকেই নিশানা করতে চাইছে ভারত। আগামী বুধবার দুই দলের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হচ্ছে। বিশাখাপত্তনমে ভারতের শেষ টেস্টে স্পিনাররাই দাপট দেখিয়েছিলেন। অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এই শহরের এই স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলা হয়েছিল ভারত ও ইংল্যান্ডের মধ্যে। আর সেই ম্যাচে ছিল স্পিনারদেরই রমরমা। ভারতের তিন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা ও জয়ন্ত যাদব মোট ১৫ উইকেট নিয়েছিলেন। অন্যদিকে, দুটি ইনিংস মিলিয়ে ১০ উইকেট দখল করেছিলেন ইংল্যান্ডের দুই স্পিনার মইন আলি ও আদিল রশিদ।
2/4

কুলদীপ যাদবকে সামলানোটা প্রোটিয়াদের কাছে বেশ কঠিন কাজ। কারণ, শেষ একদিনের ম্যাচ ও টি ২০ ক্রিকেটে এই চায়নাম্যান বোলারদের সামনে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের সমস্যায় পড়তে দেখা গিয়েছে। বিশাখাপত্তনমে ফরম্যাট হয়ত ভিন্ন, কিন্তু এখানে টার্নিং ট্রাক হওয়ার সম্ভাবনাই বেশি। প্রথম একাদশে থাকলে কুলদীপ দক্ষিণ আফ্রিকার কাছে বিপজ্জনক হয়ে উঠতে পারেন।
3/4

ভারত যে একটি টেস্ট এই স্টেডিয়ামে খেলছিল, সেখানে বিরাট কোহলির দলের প্রথম একাদশে ছিলেন তিন স্পিনার। অশ্বিন, জাডেজা ও যাদব মোট ২৪৫ ওভার হাত ঘুরিয়ে ১৫ উইকেট নিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে চোটের কারণে খেলতে পারবেন না জসপ্রিত বুমরা। তাই এই ম্যাচে ভারত তিন স্পিনার খেলালে অবাক হওয়ার কিছু থাকবে না।
4/4

ভারতের স্পিনারদের সামলাতে হিমশিম খেতে হয়েছিল ইংল্যান্ডের ব্যাটসম্যানদের। দ্বিতীয় ইনিংস বল দারুণ টার্ন করেছিল। সেইসঙ্গে ছিল অসমান বাউন্স। এরফলে ব্যাটসম্যানদের পক্ষে পরিস্থিতি কঠিন হয়ে উঠেছিল। এবার সম্ভবত দক্ষিণ আফ্রিকাকেও একই ধরনের চ্যালেঞ্জের সামনে পড়তে হতে পারে। ব্যাটিং কোচ হিসেবে অমল মজুমদারের নিযুক্তি ভারতীয় স্পিনারদের মোকাবিলার রণকৌশলের ক্ষেত্রে তাদের সাহায্য করতে পারে।
Published at : 30 Sep 2019 08:22 PM (IST)
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
খবর
জেলার
আইপিএল
Advertisement
