IND vs SL, 1st T20 Live: লখনউয়ে লঙ্কা বধ, টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত
IND vs SL, 1st T20, Ekana Sports City: আজ, বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে রোহিত শর্মার (Rohit Sharma) নতুন পরীক্ষা। ভারত-শ্রীলঙ্কা (Ind vs SL) টি-টোয়েন্টি সিরিজ।
LIVE
Background
লখনউ: অধিনায়ক হিসেবে সফল তিনি। জাতীয় দলের পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে ২টো ফর্ম্যাটেই ক্লিনসুইপ করেছেন প্র্রতিপক্ষকে। আজ, বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে রোহিত শর্মার (Rohit Sharma) নতুন পরীক্ষা। ভারত-শ্রীলঙ্কা (Ind vs SL) টি-টোয়েন্টি সিরিজ।
সেই সিরিজের আগে তরুণদের উদ্দেশে পরামর্শ দিয়েছেন ভারত অধিনায়ক। গত কয়েকটি সিরিজে ভারতীয় দলে উঠে এসেছেন একাধিক তরুণ ক্রিকেটার। তাঁদের মধ্যে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষাণ, বেঙ্কটেশ আইয়ার, হর্ষল পটেল, রবি বিষ্ণোইয়ের মতো অনেকে। সুযোগের সদ্বব্য়বহারও করেছেন সবাই।
তরুণ যাঁরা এখনও জাতীয় দলে সুযোগ পাননি, তাঁদের নিয়ে রোহিতের বার্তা, "প্রত্যেক জুনিয়র ক্রিকেটার যাঁরা আছে, তাঁদের প্রত্যেকেই নিজেদের কাজ সম্পর্কে ওয়াকিবহাল। আমি বলব যে তোমরা শুধুই রান করে যাও। নিজের কর্তব্য করে যাও। সবাই তোমাদের পারফরম্যান্স দেখছে।''
এরপরই রোহিত আরও বলেন, ''আমার মনে হয় একটা না একটা সময় সুযোগ আসবেই। তাই কখন আমি সুযোগ পাব, কখন পাব না এই সব নিয়ে ভাবার কোনও মানে হয় না। প্রত্যেক প্লেয়ারের নিজের পারফরম্যান্সেই শুধু মন দেওয়া উচিত। তাছাড়া কেমন কম্বিনেশন আমরা সাজাব, কেমন স্কোয়াড গঠন হবে, সেই সবও নির্ভর করে। কেমন পিচে খেলা হবে, তার ওপরও অনেক সময় দল নির্বাচন নির্ভর করে।''
এদিকে, শ্রীলঙ্কার (srilanka) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন দীপক চাহার (deepak chahar) ও সূর্যকুমার যাদব (suryakumar yadav)। ওয়েস্ট ইন্ডিজের (west indies) বিরুদ্ধে টি-টোয়েন্টি (t20) সিরিজের শেষ ম্যাচ খেলার সময় চোট পেয়েছিলেন ২ জনই। বোলিংয়ের সময় চোট পেয়েছিলেন দীপক। আর ফিল্ডিংয়ের সময় হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছিল সূর্যকুমার যাদবের। ২ জনই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। কিন্তু লঙ্কা সিরিজের আগে চোট পেয়ে ছিটকে গিয়েছেন ভারতীয় স্কোয়াড থেকে। তাঁদের ২ জনকেই বেঙ্গালুরুতে এনসিএ অ্যাকাডেমিতে রিহ্যাবের জন্য যেতে বলা হয়েছে।
Ind vs SL Live: ৬২ রানে ম্যাচ জিতল ভারত
চরিথ আসালাঙ্কা ৫৩ রানে অপরাজিত রইলেন। ২০ ওভারে ১৩৭/৬ স্কোরে আটকে গেল শ্রীলঙ্কা। ৬২ রানে ম্যাচ জিতল ভারত।
Ind vs SL Live: ১৯ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ১১৯/৬
১৯ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ১১৯/৬।
Ind vs SL Live: আইয়ারের বলে ফিরলেন চামিকা
বেঙ্কটেশ আইয়ারের বলে ফিরলেন চামিকা করুণারত্নে। শ্রীলঙ্কার স্কোর ১৬ ওভারে ৯৮/৬।
Ind vs SL: শ্রীলঙ্কার স্কোর ৬৬/৫
দাসুন শনাকাকে ফেরালেন যুজবেন্দ্র চাহাল। শ্রীলঙ্কার স্কোর ৬৬/৫।
Ind vs SL Live: শ্রীলঙ্কার স্কোর ৫১/৪
জানিথ লিয়ানাগেকে (১১ রান) ফেরালেন বেঙ্কটেশ আইয়ার। দীনেশ চাণ্ডিমল (১০) রবীন্দ্র জাডেজার শিকার। শ্রীলঙ্কার স্কোর ৫১/৪।