IND vs SL 2nd ODI: ভারতের সামনে ম্যাচ ও সিরিজ জেতার জন্য ২৭৬ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা
টস জিতে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তুলল ২৭৫/৯।
কলম্বো: কলম্বোয় প্রথম ম্যাচে ২৬২ রান করে ভারতের কাছে হারতে হয়েছিল ৮০ বল বাকি থাকতে। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে শিখর ধবনদের সামনে ২৭৬ রানের লক্ষ্যমাত্রা দিল শ্রীলঙ্কা। যে রান তুলে দিতে পারলে ম্যাচের পাশাপাশি সিরিজ জয়ও নিশ্চিত করে ফেলবেন শিখর ধবন, ভুবনেশ্বর কুমাররা।
মঙ্গলবার টস জিতে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তুলল ২৭৫/৯। তাদের হয়ে সর্বোচ্চ স্কোর করেন চারিথ আসালঙ্কা। ৬৮ বলে ৬৫ রান করেন তিনি। কভারের ওপর দিয়ে কুলদীপ যাদবের বল বাউন্ডারিতে পাঠিয়ে ওয়ান ডে কেরিয়ারের প্রথম হাফসেঞ্চুরি সম্পূর্ণ করেন আসালঙ্কা। তাঁর ১ ঘণ্টা ৪২ মিনিটের ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি। শেষ পর্যন্ত ভুবনেশ্বর কুমারের বলে পরিবর্ত হিসাবে ফিল্ডিং করতে নামা দেবদত্ত পড়িক্কলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
টস জিতে ব্যাটিং নেওয়ার সময় শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা বলেছিলেন যে, আগের ম্য়াচের চেয়েও এই ম্য়াচে পিচ দেখে বেশি রানের খেলা হবে বলে মনে হচ্ছে তাঁর। শ্রীলঙ্কার দুই ওপেনার ভাল শুরু করেছিলেন। ১৩.২ ওভারে ৭৭ রান যোগ করেন আবিষ্কা ফার্নান্দো ও মিনোদ ভানুকা। তবে চোদ্দোতম ওভারে পরপর দু'বলে মিনোদ ভানুকা ও ভানুকা রাজাপক্ষেকে ফিরিয়ে দিয়ে শ্রীলঙ্কা শিবিরে ধাক্কা দেন লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল। বিনা উইকেটে ৭৭ থেকে আচমকাই ৭৭/২ হয়ে যায় দ্বীপরাষ্ট্রের দল।
তবে ব্যাট হাতে পাল্টা লড়াই শুরু করেন আবিষ্কা ও চার নম্বরে নামা ধনঞ্জয় ডি'সিলভা। হাফসেঞ্চুরি করে ভুবনেশ্বর কুমারের বলে আউট হন আবিষ্কা (৭১ বলে ৫০ রান)। ধনঞ্জয়কে ফেরান দীপক চাহার। এরপর লঙ্কা ইনিংসের হাল ধরেন আসালাঙ্কা। আগের ম্যাচের মতোই শেষ দিকে চালিয়ে খেলে চামিকা করুণারত্নে ৩৩ বলে ৪৪ রান করেন। শ্রীলঙ্কা ৫০ ওভারে তোলে ৯ উইকেটে ২৭৫।
ভারতীয় বোলারদের মধ্যে ভুবনেশ্বর কুমার ও যুজবেন্দ্র চাহাল তিনটি করে উইকেট নেন। ২ উইকেট দীপক চাহারের। কুলদীপ কোনও উইকেট পাননি।