Ind vs SL: ওয়ান ডে-তে নেই ভানুকা, ভারত সফরের দল ঘোষণা করে দিল শ্রীলঙ্কা
Sri Lanka: এশীয় কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা সীমিত ওভারের ক্রিকেটে ভারতকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। শ্রীলঙ্কা ২০২৩-এর শুরুই করবে ভারত সফর দিয়ে।
কলম্বো: টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ খেলতে ভারতে আসছে শ্রীলঙ্কা (Sri Lanka Cricket Board)। দুই সিরিজের জন্য দল ঘোষণা করে দিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। শক্তিশালী দল পাঠাচ্ছে শ্রীলঙ্কা। তবে ওয়ান ডে-র দলে রাখা হয়নি ভানুকা রাজাপক্ষেকে।
এশীয় কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা সীমিত ওভারের ক্রিকেটে ভারতকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। শ্রীলঙ্কা ২০২৩-এর শুরুই করবে ভারত সফর দিয়ে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের জন্য ভারত মঙ্গলবার রাতেই তাদের দল ঘোষণা করে দিয়েছে। হার্দিক পাণ্ড্য টি-টোয়েন্টিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। রোহিত শর্মা ওয়ান ডে সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করবেন। এবার ভারত সফরের জন্য টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজের জন্য দল ঘোষণা করল শ্রীলঙ্কাও।
৩১ ডিসেম্বর ভারতে পৌঁছনোর কথা শ্রীলঙ্কা ক্রিকেট দলের। তার আগে আনুষ্ঠানিক ভাবে দল ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কার টি-টোয়েন্টি ও ওয়ান ডে দলের নেতৃত্ব দেবেন দাসুন শনাকা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব থেকে শ্রীলঙ্কা ছিটকে গেলেও, শনাকার প্রতি আস্থা রেখেছে সে দেশের ক্রিকেট বোর্ড।
তবে ওয়ান ডে-র দলে নেই ভানুকা রাজাপক্ষে। অথচ বিগহিটার রাজাপক্ষে ম্য়াচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তবে তিনি টি-টোয়েন্টি দলে রয়েছেন। ওয়ানিন্দু হাসারাঙ্গাকে টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক করা হয়েছে। ওয়ান ডে দলের সহ-অধিনায়ক বাছা হয়েছে কুশল মেন্ডিসকে।
টি-টোয়েন্টি সিরিজের দল: দাসুন শনাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, অভিষ্কা ফার্নান্দো, সাদিরা সমরবিক্রমা, কুশল মেন্ডিস, ভানুকা রাজাপক্ষে, চরিথ আসালঙ্কা, ধনঞ্জয় ডি'সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (সহ অধিনায়ক), আশেন বান্দারা, মহেশ তিকশানা, চামিকা করুণারত্নে, কুশল মেন্ডিস, দিলশন মদুশঙ্কা, কাসুন রজিথা, দুনিথ ওয়েললাগে, প্রমোদ মদুশান, লাহিরু কুমারা ও নুয়ান থুশারা।
ওয়ান ডে সিরিজের দল: দাসুন শনাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, অভিষ্কা ফার্নান্দো, সাদিরা সমরবিক্রমা, কুশল মেন্ডিস (সহ অধিনায়ক), চরিথ আসালঙ্কা, ধনঞ্জয় ডি'সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জেফ্রি ভ্যান্ডারসে, আশেন বান্দারা, মহেশ তিকশানা, চামিকা করুণারত্নে, কুশল মেন্ডিস, দিলশন মদুশঙ্কা, কাসুন রজিথা, নোয়ানিন্দু ফার্নান্দো, দুনিথ ওয়েললাগে, প্রমোদ মদুশান ও লাহিরু কুমারা।
এনসিএ-তে কুলদীপ
রোহিত শর্মা (Rohit Sharma) নেটে ব্যাটিং শুরু করে দিয়েছেন। ওয়াকিবহাল মহল মনে করছে, রোহিত শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের আগে পুরোপুরি ফিট হয়ে উঠবেন। যে কারণে ৩ জানুয়ারি থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি সিরিজ না খেললেও, ওয়ান ডে সিরিজের দলে নাম রয়েছে তাঁর। তবে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে কে এল রাহুল ও বিরাট কোহলিকে। যদিও এ নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। সূত্রের খবর, দুজনের কেউই বিরতি চাননি। তবে নির্বাচকেরা মনে করেছেন, তাঁদের বিরতি প্রয়োজন।
যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) ফিট ঘোষণা করা হয়েছিল। তবে নির্বাচকেরা তাঁকে নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নন। তাঁরা বুমরার জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে চান। আন্তর্জাতিক ক্রিকেটে বুমরাকে ফেরানোর আগে তাঁকে ম্যাচ ফিট করে তুলতে চায় বোর্ড।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে শক্তি বৃদ্ধি এবং কন্ডিশনিংয়ের জন্য ঋষভ পন্থকে (Rishabh Pant) বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হয়েছে। টিম ম্যানেজমেন্ট মনে করে, টেস্টে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এবং এই বছর ৪৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর তাঁর এই বিরতির প্রয়োজন রয়েছে। প্রসঙ্গত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের মধ্যে তিনটিতে জিততেই হবে ভারতকে।
আরও পড়ুন: বিশ্বের প্রথম পাঁচের মধ্যে নিজেকে দেখলে ভাল লাগে, বলছেন নতুন নাইট লিটন