Rohit Sharma: কেন ওপেনিং থেকে সরিয়ে দেওয়া হচ্ছে শুভমনকে? কারণ জানালেন অধিনায়ক রোহিত
Shubman Gill: ওপেনার হিসাবে ছাপ ফেলা শুভমনকে কেন তিন নম্বরে পাঠানো হচ্ছে? কী জানালেন রোহিত শর্মা।
ডমিনিকা: কে এল রাহুল চোট পাওয়ার পর থেকে টেস্টে অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharfma) সঙ্গে ইনিংস ওপেন করছিলেন শুভমন গিল (Shubman Gill)। কিন্তু ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের (Ind vs WI) বিরুদ্ধে প্রথম টেস্টে বদলে যাচ্ছে ছবিটা। রোহিত শর্মার সঙ্গে ইনিংস ওপেন করবেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। যাঁর টেস্ট অভিষেক হচ্ছে। শুভমন নামবেন তিন নম্বরে।
কিন্তু ওপেনার হিসাবে ছাপ ফেলা শুভমনকে কেন তিন নম্বরে পাঠানো হচ্ছে?
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে এ নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার অধিনায়ক জানিয়েছেন, দলের সিদ্ধান্ত নেওয়ার কাজটা অনেক সহজ করে দিয়েছেন শুভমনই। পাঞ্জাবের তরুণ নিজেই কোচ রাহুল দ্রাবিড়কে জানিয়েছিলেন যে, তিনি তিন নম্বরে ব্যাট করতে চান।
ম্যাচের আগে সাংবাদিকদের রোহিত বলেন, 'শুভমন নিজেই এসে বলেছিল যে, ও তিন নম্বরে ব্যাট করতে চায়। তাই আমি ও যশস্বীই ওপেন করব। এতে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনটাও তৈরি হয়ে যাবে।' যোগ করেছেন, 'ভারতীয় ক্রিকেট একজন বাঁহাতিকে হন্যে হয়ে খুঁজছিল। সেই জায়গায় যশস্বীকে পেয়েছি। ও ভীষণ প্রতিশ্রুতিমান। রুতুরাজও তাই। শুভমন তো ভাল ছন্দে রয়েছেই। শুভমন তিনে ব্যাট করবে। ও নিজেই কোচ রাহুল ভাইকে গিয়ে বলেছিল যে, ও কেরিয়ারের বেশিরভাগ ক্রিকেটই তিন ও চার নম্বরে খেলেছে। তিন নম্বরে হয়তো আরও ভাল করতে পারব। আশা করছি যশস্বী ওপেনার হিসাবে ভাল করবে এবং জায়গাটা নিজের করে নেবে।'
যশস্বী ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে, পশ্চিমাঞ্চলের হয়ে বা অবশিষ্ট ভারতের হয়ে লাল বলের ক্রিকেটে ওপেন করেন। সেক্ষেত্রে তাঁর ওপেনার হিসাবে খেলার জোরাল সম্ভাবনা আগেই তৈরি হয়েছিল। তবে অনেকের মতে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন নম্বরে খেলালে অভিষেকের মঞ্চে একটু স্বস্তি পেতেন তরুণ যশস্বী। তাই রোহিত শর্মার সঙ্গে শুভমনকেই ওপেনার হিসাবে খেলিয়ে তিন নম্বরে যশস্বীকে খেলানোর কথা বলা হচ্ছিল কোনও কোনও মহল থেকে।
আরও পড়ুন: ABP Exclusive: আলমবাজার থেকে কিংবদন্তি ম্যাকগ্রার ক্লাসে, শামি-মুকেশের পর ফের এক কোহিনূরের সন্ধান?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial