IND vs WI 2nd T20I Preview: রেকর্ড গড়ার হাতছানি রোহিতদের সামনে, কখন, কোথায় দেখবেন ভারত-উইন্ডিজের দ্বিতীয় টি-টোয়েন্টি?
IND vs WI: গত ম্যাচে ভারতীয় দল ১৯০ রান করলেও মূলত রোহিত ও দীনেশ কার্তিকই বেশিরভাগ রান করেন। সম্পূর্ণ ব্যর্থ হয় মিডল অর্ডার। তাই এই ম্যাচে নজর থাকবে দলের ব্যাটিংয়ের দিকে।
সেন্ট কিটস: প্রথম ম্যাচে ৬৮ রানের দাপুটে জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে ভারতীয় দল (Indian Cricket Team)। এবার সেই দাপট বজায় রেখে সিরিজ আরও এক ম্যাচ জিতে নেওয়ার লক্ষ্যে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে (IND vs WI 2nd T20) মুখোমুখি হবে ভারত-উইন্ডিজ।
গত ম্যাচে টিম ইন্ডিয়া শেষ পর্যন্ত ১৯০ রানের বড় স্কোর করতে পারলেও, তা মূলত দুই তারকার ব্যাটে ভর করেই সম্ভব হয়েছিল। রোহিত শর্মা (Rohit Sharma) এবং দীনেশ কার্তিকই ভারতের স্কোরকে এতদূর নিয়ে গিয়েছিলেন। তাছাড়া সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল মিডল অর্ডার। আজ তাই ভারতীয় মিডল অর্ডারের দিকে বিশেষ নজর থাকবে। পাশাপাশি নজর থাকবে টিম ম্যানেজমেন্টের একটি সিদ্ধান্তের উপরও।
রেকর্ডের হাতছানি
গত ম্যাচে দীপক হুডাকে দলে নেওয়া হয়নি। দীপক একাদশে না খেলায় এবং পরিবর্তে শ্রেয়স আইয়ার সুযোগ পাওয়ায় বেশ কিছু বিশেষজ্ঞ প্রশ্ন তুলেছিলেন। শ্রেয়স শূন্য রানে আউট হন গত ম্যাচে। এই ম্যাচেও ম্যানেজমেন্ট তার উপরই ভরসা দেখায় কি না, সেটা লক্ষ্যণীয় বিষয়। তাছাড়া ভারতীয় বোলিং আক্রমণে বদল হওয়ার তেমন কোনও সম্ভাবনা নেই। এই ম্যাচ জিতলেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি তে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের (যুগ্মভাবে পাকিস্তানের সঙ্গে, ১৫টি জয়) রেকর্ড গড়ার হাতছানি রয়েছে ভারতের সামনে। ভারত কি সেই রেকর্ড নিজেদের নামে করতে পারবে?
আজকের ম্যাচ
আজ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ
কোথায় হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি?
এই ম্যাচটি হবে ওয়ার্নার পার্ক স্টেডিয়াম, সেন্ট কিটসে
কখন শুরু হবে খেলা?
ভারতীয় সময় অনুসারে ভারত-ওয়েস্ট ইন্ডিজের এই টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে রাত ৮টায় (স্থানীয় সময় সকাল ১০.৩০টা)
কোন চ্যানেলে দেখা যাবে এই ম্যাচটি?
এই খেলাটি দেখা যাবে ডিডি স্পোর্টস নেটওয়ার্কে
অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচ?
অনলাইনে ফ্যানকোড অ্যাপে
আরও পড়ুন: ভারত জিতলেও কোচ দ্রাবিড়ের উপর বেজায় চটলেন প্রাক্তন নির্বাচক প্রধান