IND vs WI 3rd ODI: শেষ ওয়ান ডে ম্যাচে টস জিতে ব্য়াটিং ভারতের, দলে ৪ পরিবর্তন
IND vs WI 3rd ODI: তাছাড়া আরও দুটো বদল হয়েছে। দীপক হুডার জায়গায় ফিরেছেন দীপক চাহার ও যুজবেন্দ্র চাহালের বদলি হিসেবে দলে ঢুকেছেন দীর্ঘদিন পরে জাতীয় দলে ফেরা কুলদীপ যাদব।
আমদাবাদ: নিয়মরক্ষার শেষ ওয়ান ডে ম্য়াচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। দলে চারটে বদল করা হয়েছে। ওপেনিংয়ে ফিরেছেন শিখর ধবন। এছাড়াও কে এল রাহুলের জায়গায় ফিরেছেন শ্রেয়স আইয়ার। তাছাড়া আরও দুটো বদল হয়েছে। দীপক হুডার জায়গায় ফিরেছেন দীপক চাহার ও যুজবেন্দ্র চাহালের বদলি হিসেবে দলে ঢুকেছেন দীর্ঘদিন পরে জাতীয় দলে ফেরা কুলদীপ যাদব।
আগের ২ ম্যাচে জয় এসেছিল। সিরিজও পকেটে পুরে নিয়েছে ভারতীয় দল। তাই এই ম্যাচে যে বদল আসতে চলেছে প্রথম একাদশে, তা মোটামুটি আন্দাজ পাওয়া যাচ্ছিল। সেই মতোই এদিন দলে পরিবর্তনও হল। করোনামুক্ত হয়ে দলে ফিরলেন শিখর ধবন। করোনামুক্ত হয়ে একাদশে ঢুকলেন শ্রেয়স আইয়ারও। দীপক চাহার ও কুলদীপ যাদব ২ জনেই এই প্রথমবার সিরিজে খেলতে নামলেন।
উল্লেখ্য, প্রথম ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। একই সঙ্গে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিল রোহিত শর্মা। প্রথমে ব্য়াট করে ভারতীয় দল নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৭ রান বোর্ডে তুলেছিল। জবাবে রান তাড়া করতে নেমে ৪৬ ওভারে ১৯৩ রানেই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ৪৪ রানে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। ২৩৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ওপেনিংয়ে ভালই শুরু করেছিলেন শাই হোপ ব্রেন্ডন কিং। ২ জনে মিলে বোর্ডে ৩২ রান যোগ করেন ওপেনিংয়ে। প্রসিদ্ধ কৃষ্ণ প্রথম আঘাত হানেন ক্য়ারিবিয়ান ইনিংসে। দ্রুত আরও একটি উইকেট তুলে নেন প্রসিদ্ধ। ড্য়ারেন ব্র্যাভো মাত্র ১ রান করে আউট হন। শাই হোপ ২৭ রান করে আউট হন চাহালের বলে। কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন শামারা ব্রুকস। তিনি ৪৪ রানের ইনিংস খেলেন। কিন্তু এদিন বিধ্বংসী মেজাজে ছিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। বল হাতে রীতিমতো ম্যাজিক দেখালেন তিনি। আজ প্রসিদ্ধর স্পেল অনেকটা এরকম, ৯-৩-১২-৪। ক্য়ারিবিয়ান ব্যাটিং লাইন আপের মেরুদণ্ডটাই ভেঙে দিলেন প্রসিদ্ধ। তুলে নিলেন ব্রেন্ডন কিং, ড্যারেন ব্র্যাভো ছাড়াও তুলে নিলেন নিকোলাস পুরান ও কেমার রোচকে। শেষ দিকে আকিল হোসেন, ফ্যাবিয়েন অ্যালেন ও ওডেন স্মিথ মিলে একটা চেষ্টা করলেও তা কোনও কাজে আসেনি। ৪ ওভার বাকি থাকতেই ম্য়াচ পকেটে পুরে নেয় টিম ইন্ডিয়া।