IND vs WI, 3rd ODI: তৃতীয় ম্যাচেও নেই জাডেজা, চোট নিয়ে কি আপডেট দিল বিসিসিআই?
Ravindra Jadeja: ভারতের তারকা অলরাউন্ডারের চোট এখনও সারেনি। ফলে টি-টোয়েন্টি সিরিজেও তার খেলা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠে গেল।
পোর্ট অফ স্পেন: আজ তৃতীয় ওয়ান ডে ম্যাচে (IND vs WI 3rd ODI) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নেমেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। দুই ম্যাচ জিতে সিরিজ ইতিমধ্যেই জিতে নিয়েছে ভারতীয় দল। এই ম্যাচে সমর্থকদের উৎসাহিত হওয়ার খুব বেশি কোনও কারণ আপাত অর্থে নেই।
তবে সমর্থকরা তাকিয়েছিলেন একটি খবরের দিকেই। রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) এই ম্যাচে দলে ফেরেন কি না। গত দুই ম্যাচে চোটের জন্য মাঠে নামতে পারেননি ভারতের তারকা অলরাউন্ডার। তৃতীয় ম্যাচের আগে তার ফিটনেস পর্যবেক্ষণ করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলা হয়েছিল। সেইমতো বিসিসিআইয়ের তরফে ম্যাচের একাদশ প্রকাশের সঙ্গে সঙ্গে জাডেজার বিষয়ে আপডেটও দিয়ে দেওয়া হয়।
বিসিসিআইয়ের বিবৃতি
বিসিসিআইয়ের তরফে বিবৃতিতে জানানো হয়, 'রবীন্দ্র জাডেজা তৃতীয় ম্যাচের জন্য উপলব্ধ ছিলেন না, কারণ তিনি এখনও চোট সারিয়ে ১০০ শতাংশ ফিট হয়ে উঠতে পারেননি। মেডিক্যাল দল জাডেজার চোটের পর্যবেক্ষণ চালিয়ে যাবে।' ২৯ জুলাই থেকে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। এখনও ফিট না হওয়ায় সেই সিরিজেও জাডেদার খেলা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠে গেল।
A look at our Playing XI for the final ODI.
— BCCI (@BCCI) July 27, 2022
One change for #TeamIndia. Prasidh Krishna comes in for Avesh Khan.
Ravindra Jadeja was not available for selection for the 3rd ODI since he is still not 100 percent fit.The medical team will continue to monitor his progress.#WIvIND pic.twitter.com/4bkh524SBu
জাডেজা ফিট না হওয়ায় তৃতীয় ম্যাচে ভারতীয় দলে স্পিন অলরাউন্ডার হিসাবে অক্ষর পটেলই খেলছেন। এই ম্যাচের জন্য একাদশে একটিমাত্র বদল করা হয়। গত ম্যাচে অভিষেক ঘটানো আবেশ খানের বদলে এই ম্যাচে একাদশে ফিরলেন প্রসিদ্ধ কৃষ্ণ। অর্শদীপ সিংহ দলে সুযোগ পাননি।
তৃতীয় ওয়ান ডেতে ভারতীয় একাদশ
শিখর ধবন (অধিনায়ক),শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), দীপক হুডা, অক্ষর পটেল, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ
আরও পড়ুুন: টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের