IND vs ZIM 1st ODI: অব্য়াহত গিল-শিখরের দাপট, দুরন্ত পার্টনারশিপে ভাঙল রাহুল-সচিনের রেকর্ড
Indian Cricket Team: কে এল রাহুল ফেরায় ধবনের সঙ্গে তিনি ওপেন করতে নামবেন বলে অনেক বিশেষজ্ঞই মনে করছিলেন। কিন্তু তাদের ভুল ভাঙিয়ে ভারতের হয়ে গিলই প্রথম ওয়ান ডেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওপেন করেন।
![IND vs ZIM 1st ODI: অব্য়াহত গিল-শিখরের দাপট, দুরন্ত পার্টনারশিপে ভাঙল রাহুল-সচিনের রেকর্ড IND vs ZIM 1st ODI: Shubman Gill and Shikhar Dhawan break all time partnership record of Rahul Dravid Sachin Tendulkar IND vs ZIM 1st ODI: অব্য়াহত গিল-শিখরের দাপট, দুরন্ত পার্টনারশিপে ভাঙল রাহুল-সচিনের রেকর্ড](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/19/dfeefe9db3adf72d70cdadd991475bb01660893346061507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হারারে: ওয়েস্ট ইন্ডিজ সফরেই প্রথমবার একে অপরের সঙ্গে ওয়ান ডেতে জুটি বেঁধে ওপেনিং করেছিলেন শুভমন গিল (Shubman Gill) ও শিখর ধবন (Shikhar Dhwan)। সেই সিরিজেই বেশ জমাটি দেখিয়েছিল দুইজনকে। একাধিক বড় পার্টনারশিপও গড়েন দুইজনে। এবার জিম্বাবোয়ের বিরুদ্ধে সেই ধারা অব্যাহত। বৃহস্পতিবার (১৮ অগাস্ট) প্রথম ওয়ান ডেতেই (IND vs ZIM 1st ODI) একেবারে সর্বকালের এক রেকর্ডই ভেঙে ফেললেন গিল ও শিখর।
গিল-ধবন রেকর্ড
কে এল রাহুল ফেরায় ধবনের সঙ্গে তিনি ওপেন করতে নামবেন বলে অনেক বিশেষজ্ঞই মনে করছিলেন। কিন্তু তাদের ভুল ভাঙিয়ে ভারতের হয়ে গিলৃ-ধবনই ওপেন করতে নামেন। ১৯০ রান তাড়া করতে নেমে ভারতীয় দল ১০ উইকেট হাতে রেখেই জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতে নেয়। দুই ওপেনারের এই পার্টনারশিপই হল জিম্বাবোয়েতে করা ভারতের সর্বোচ্চ রানের পার্টনারশিপ। এর আগে জিম্বাবোয়েতে ১৯৯৮ সালে সচিন এবং রাহুল দ্রাবিড় জুটিতে ১৮০ রান করেছিলেন। এটাই ছিল গত ২৪ বছরে জিম্বাবোয়ের মাটিতে ভারতের সর্বোচ্চ পার্টনারশিপ। ধবন এর আগে এই পার্টনারশিপ রেকর্ড ভাঙার খুব কাছাকাছি পৌঁছেও গিয়েছিলেন। তবে দীনেশ কার্তিকের সঙ্গে ২০১৩ সালের সেই পার্টনারশিপ ১৬৭ রানেই থমকে গিয়েছিল। এবার আর সুযোগ হাতছাড়া করেননি ধবন-গিল। ফলে যে কোনও উইকেটে জিম্বাবোয়ের মাটিতে ভারতের হয়ে নয়া রেকর্ড তৈরি হল এদিন।
দাপুটে জয়
২০১৬ সালের পর আর জিম্বাবোয়ে সফরে যায়নি ভারতীয় দল। চলতি সফরের প্রথম ম্যাচে শুরুটা হল দুর্দান্তভাবে। ভারতীয় বোলারদের দাপটে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে প্রথম ব্যাট করে মাত্র ১৮৯ রানে গুটিয়ে গেল জিম্বাবোয়ে। তিনটি করে উইকেট পেলেন দীপক চাহার, অক্ষর পটেল ও প্রসিদ্ধ কৃষ্ণ। একটা সময় ৮৩/৬ হয়ে গিয়েছিল জিম্বাবোয়ে। সেখান থেকে রেগিস চাকাভা (৫১ বলে ৩৫ রান), ব্র্যাড ইভান্স (২৯ বলে ৩৩ অপরাজিত) ও রিচার্ড নারাভা (৪২ বলে ৩৪ রান) লড়াই করে দলকে ভদ্রস্থ জায়গায় নিয়ে যান। তবে ধবন-গিল দাপটে জিম্বাবোয়ের স্কোর সহজেই পেরিয়ে যায় ভারত। শনিবার, এবার দ্বিতীয় ওয়ান ডেতে ফের একই মাঠে মুখোমুখি হবে ভারত ও জিম্বাবোয়ে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)