এক্সপ্লোর
Advertisement
দ্বিতীয় ডোপ টেস্টেও ব্যর্থ, রিও-র স্বপ্ন কার্যত শেষ ইন্দরজিতের
নয়াদিল্লি: রিও অলিম্পিকে যাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ল শট পাটার ইন্দরজিত সিংহর ৷ মঙ্গলবার দ্বিতীয় ডোপ টেস্টে পজিটিভ ফল এল ইন্দরজিতের৷ ফলে ঘোর বিপাকে ভারতের এই শট পাটার৷ এর আগে গত ২৫ জুন এ স্যাম্পেল টেস্ট পজিটিভ হওয়ায় রিও-র স্বপ্ন ধাক্কা খায় ইন্দরজিতের৷ প্রসঙ্গত স্যাম্পল 'এ' টেস্টে পাওয়া যায় নিষিদ্ধ অ্যান্ড্রোস্টেরন৷ স্যাম্পল 'বি' টেস্টেও সেই নিষিদ্ধ অ্যান্ড্রোস্টেরন পাওয়া গেল ইন্দরজিতের৷
২৮ বছরের এই শট পাটারকে সাময়িকভাবে নির্বাসিত করা হয়েছে এবং তাঁকে দ্বিতীয় নোটিশ পাঠিয়েছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা)। নাডার শৃঙ্খলারক্ষা কমিটির শুনানিতে হাজির হতে হবে তাঁকে। এই শুনানিতে নিজের বক্তব্য জানানোর সুযোগ পাবেন ইন্দরজিত।
গত ২২ জুন তাঁর আউট-অফ-কম্পিটিশন টেস্ট করা হয়। পরীক্ষায় ব্যর্থ হওয়ায় পর ২০১৪-র এশিয়ান গেমসে ব্রোঞ্চজয়ী পঞ্জাবের এই অ্যাথলিটকে দ্বিতীয় পরীক্ষার প্রস্তাব দেওয়া হয়। সূত্রের খবর, ইন্দরজিত নিজেই গত বৃহস্পতিবার দ্বিতীয় স্যাম্পেল টেস্টের আর্জি জানিয়েছিলেন। সেই পরীক্ষার ফল আজ জানা গিয়েছে।
ইন্দরজিতের এবার নাডার নয়া বিধি অনুযায়ী চার বছরের নির্বাসন হতে পারে। রিও অলিম্পিকের স্বপ্ন কার্যত ভেস্তে গেল।
ডোপ টেস্টে ব্যর্থ হওয়ার পর পঞ্জাবের অ্যাথলিট ইন্দরজিত চক্রান্তের অভিযোগ এনেছিলেন। তাঁর নমুনা বিকৃত করা হয়েছে বলেও দাবি করেছিলেন তিনি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বাংলা
উত্তর ২৪ পরগনা
Advertisement