বিশ্বকাপে ভারতকে এখনও পর্যন্ত হারাতে পারেনি পাকিস্তান। সেই পাকিস্তানই এশিয়া কাপে ভারতের থেকে কিছুটা এগিয়ে। এবার ভারত জিতলে দুই দলের হার-জিতে সমতা আসবে।
2/8
২০১৬-র এশিয়া কাপ প্রথমবার টি ২০ ফর্ম্যাটে হয়েছিল। ওই ম্যাচে ভারত পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছিল। শুধু তাই নয়, ২০১৬-র টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।
3/8
এশিয়া কাপে এখনও পর্যন্ত পাল্লা ভারি পাকিস্তানেরই। দুই দলের মধ্যে এশিয়া কাপে ১২ বার লড়াই হয়েছে। এরমধ্যে ভারত পাঁচ ও পাকিস্তান ছয়বার জিতেছে। একটি ম্যাচের কোনও ফয়সালা হয়নি।
4/8
দেখে নেওয়া যাক, এশিয়া কাপে এই দুটি দলের কতবার লড়াই হয়েছে, দুই দলের কার পাল্লা ভারি এবং এশিয়া কাপের শেষ খেলায় কোন দল জিতেছিল।
5/8
এশিয়া কাপে বরাবরই কড়া টক্কর হয় ভারত ও পাকিস্তানের মধ্যে। এই দুটি চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে শেষবার দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয়েছিল ২০১২-১৩ তে। দীর্ঘদিন দুটি দেশের সিরিজ না হওয়ায় বিশ্বের যে প্রান্তেই দুটি দল মুখোমুখি হয়, তার উত্তেজনা তীব্র হয়।
6/8
এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের লড়াই সবচেয়ে আকর্ষণীয়।
7/8
টুর্নামেন্টে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তানের মতো পাঁচ টেস্ট প্লেয়িং দেশের সঙ্গে হংকংও খেলবে। গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান ও হংকং। গ্রুপ বি-তে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান।
8/8
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই ২০১৮-র এশিয়া কাপ শুরু হয়ে যাবে। এশিয়ার সেরা ক্রিকেট দলগুলির মধ্যে এই টুর্নামেন্ট ১৫ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সংযুক্ত আরব আমিরশাহীতে এই টুর্নামেন্টের আসর বসতে চলেছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই ও শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে।