এক্সপ্লোর
Advertisement
দাবা অলিম্পিয়াডে যুগ্মজয়ী ভারত-রাশিয়া, অভিনন্দন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর
ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং সার্ভারে গোলযোগের জেরে ফাইনাল ভালভাবে শেষ করা যায়নি।
নয়াদিল্লি: অনলাইন দাবা অলিম্পিয়াডে ভারত ও রাশিয়াকে যুগ্মজয়ী ঘোষণা করা হল। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং সার্ভারে গোলযোগের জেরে ফাইনাল ভালভাবে শেষ করা যায়নি। ভারতের দুই খেলোয়াড় নিহাল সারিন ও দিব্যা দেশমুখ শেষদিকে সার্ভারের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলেন। ফলে রাশিয়াকে বিজয়ী ঘোষণা করা হয়। ভারত প্রতিবাদ জানায়। এরপর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দুই দেশকেই যুগ্মজয়ী ঘোষণা করা হয়।
🇷🇺 Russia and India 🇮🇳 are co-champions of the first-ever FIDE Online #ChessOlympiad.
Tournament's website: https://t.co/bIcj0hRMek#chess #IndianChess #шахматы pic.twitter.com/gP4sULP2kr
— International Chess Federation (@FIDE_chess) August 30, 2020
এই প্রথম অনলাইনে দাবা অলিম্পিয়াড আয়োজন করে আন্তর্জাতিক দাবা ফেডারেশন (ফিডে)। করোনা অতিমারীর জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফাইনালে প্রথম রাউন্ড শেষ হয় ৩-৩ ফলে। দ্বিতীয় রাউন্ডে ৪.৫-১.৫ ফলে জয় পায় রাশিয়া। ভারত তীব্র প্রতিবাদ জানায়। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণেই নিহাল ও দিব্যা হেরে গিয়েছেন। ভারতের প্রতিবাদের জেরে সিদ্ধান্ত বদল করা হয়।
Congratulations to our chess players for winning the FIDE Online #ChessOlympiad. Their hard work and dedication are admirable. Their success will surely motivate other chess players. I would like to congratulate the Russian team as well.
— Narendra Modi (@narendramodi) August 30, 2020
ফিডে-র পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়, ‘ভারত ও রাশিয়া দু’দেশকেই দাবা অলিম্পিয়াডের সোনার পদক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এরপর বিশ্বনাথন আনন্দ ট্যুইট করেন, ‘আমরা চ্যাম্পিয়ন!! রাশিয়াকে অভিনন্দন!’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ট্যুইট করে ভারতীয় দলকে অভিনন্দন জানান। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও ট্যুইট করে ভারতীয় দলকে অভিনন্দন জানান।
Congratulations to the Indian Chess Team on winning the FIDE online #ChessOlympiad. India is delighted by your stellar performance. We are all very proud of you. Congratulations to the Russian team too.
— President of India (@rashtrapatibhvn) August 30, 2020
We are the champions !! Congrats Russia!
— Viswanathan Anand (@vishy64theking) August 30, 2020
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement