এক্সপ্লোর
Advertisement
হায়দরাবাদ টেস্টে ২০৮ রানে জয় ভারতের, প্রথমবার টানা ৬ সিরিজ জয়
হায়দরাবাদ: বাংলাদেশকে হারিয়ে টানা ষষ্ঠ সিরিজ জয় এবং পরপর ১৯টি টেস্টে অপরাজিত থাকার রেকর্ড গড়ল বিরাট কোহলির ভারত। হায়দরাবাদ টেস্টের পঞ্চম তথা শেষ দিনের দ্বিতীয় সেশনে ২৫০ রানে অলআউট হয়ে গেল বাংলাদেশ। ফলে ২০৮ রানে ম্যাচ জিতল ভারত। ১৯৩২ সালে টেস্ট খেলা শুরু করার পর এই প্রথম টানা ৬টি সিরিজে জয় পেল ভারত। ফলে অধিনায়ক হিসেবে নজির গড়লেন বিরাট।
গতকাল চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্কোর ছিল ৩ উইকেটে ১০৩। আজ দিনের শুরুতেই রবীন্দ্র জাডেজার বলে চেতেশ্বর পূজারার হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান সাকিব আল হাসান (২২)। এরপর বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমকে (২৩) ফিরিয়ে দেন রবিচন্দ্রন অশ্বিন।
পাঁচ উইকেট পড়ে যাওয়ার পরে মাহমুদুল্লাহ ও সাব্বির লড়াই চালাচ্ছিলেন। তবে মাহমুদুল্লাহকে ৬৪ রানে আউট করে দেন ইশান্ত শর্মা। তিনিই সাব্বিরকে এলবিডব্লু করেন (২৩)। এরপর মেহেদি হাসান মিরাজ (২৩) কিছুটা লড়াই করেন। কিন্তু তাতে ভারতের জয় ঠেকানো যায়নি। অশ্বিন ৭৩ রান দিয়ে চারটি এবং জাডেজা ৭৮ রান দিয়ে চারটি উইকেট নিয়েছেন। বাকি দুটি উইকেট নিয়েছেন ইশান্ত।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement