ম্যাচের মোড় ঘোরালেন ভুবনেশ্বর, ৩৬ রানে জয় ভারতের
ভারত ৩৫২/৫। অস্ট্রেলিয়া ৩১৬, অলআউট। শতরান করে ম্যাচের সেরা শিখর।
লন্ডন: খেলা তখন ৪০ ওভারে। ব্যাটে ইন ফর্ম ব্যাটসম্যান স্টিভ স্মিথ। নন স্ট্রাইকে দাঁড়িয়ে মারকুটে গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার দরকার ১১৫ রান। বিরাট কোহলি বল তুলে দিলেন ভুবনেশ্বর কুমারের হাতে। শেষের দিকে যেভাবে অজিরা ব্যাট করছিল তাতে তখনও মনে হচ্ছিল খেলা শেষ হয়ে যায়নি। স্মিথ, ম্যাক্স জুটি শেষ পর্যন্ত টিকে গেলে ভারতের হাত থেকে ম্যাচ ফস্কে যাওয়ার আশঙ্কাও রয়েছে। এই পরিস্থিতিতে ভুবির দুই ‘ম্যাজিকাল’ ডেলিভারিতেই ম্যাচ তালুবন্দি করে নিল ভারত। এলবিডব্লুইউ হয়ে ফিরলেন স্মিথ (৬৯)। এবং ওই ওভারেই ভুবির বলে বোল্ড অলরাউন্ডার স্টোইনিস (০)। পরের ওভারে যুজবেন্দ্র চহালের ওভারে বাউন্ডারি মারতে গিয়ে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ম্যাক্সওয়েল (১৪ বলে ২৮)। এরপর ক্যারি অস্ট্রেলিয়াকে খেলায় বাঁচিয়ে রাখলেও জয় অর্জন করতে পারেননি। ভুবির ওভারই ম্যাচ একেবারে ভারতের দিকে ঘুরিয়ে ধীরে ধীরে কাঙ্খিত জয়ের দিকে পৌঁছে দেয় বিরাটদের। ৩টি করে উইকেট পেয়েছেন ভুবি ও বুমরাহ। ২টি উইকেট এসেছে চহালের ঝুলিতে। ব্যাট হাতে সফল হলেও এদিন বলে নজর কাড়তে পারেননি হার্দিক।
প্রসঙ্গত রবিবার টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ঠাণ্ডা পরিবেশ আর ‘কার্পেটের মতো উইকেটে’ অজি বোলাররা একেবারেই পারফর্ম করতে পারেননি। স্টার্ক, নাইল, জাম্পা, স্টোইনিস, ম্যাক্সওয়েল প্রত্যেকেই ওভার প্রতি ছয়ের ওপরে রান দিয়েছেন। ১০ ওভারে স্টার্ক দিয়েছেন ৭৪ রান। অজি আক্রমণকে একেবারে গুড়িয়ে দিয়েছেন রোহিত (৫৭), শিখর (১১৭), বিরাট (৮২), হার্দিকরা (৪৮)। শতরান করেছেন ধবন। অর্ধ-শতরানের ইনিংস খেলেছেন ভারতীয় অধিনায়ক ও সহ অধিনায়ক দুজনেই। বিধ্বংসী ইনিংস খেলে ভারতকে সাড়ে তিনশোর গণ্ডি পার করিয়ে দিয়েছেন হার্দিক।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেন অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। ৩৬ রান করে আউট হন অজি অধিনায়ক। এরপর স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার জুটি স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকে। সেই সময় ওয়ার্নারকে ফিরিয়ে ভারতকে খেলায় ফেরান চহাল। পরবর্তী ব্যাটসম্যান খোয়াজাও স্মিথের সঙ্গ দেন। ৩৯ বলে ৪২ রানের ইনিংস খেলেন তিনি। তাঁকে ফেরান বুমরাহ। এরপরই ভুবির ওভারে পরপর ২ অজি ব্যাটসম্যান আউট হয়ে ফিরতেই ম্যাচের চালক আসনে বসে পড়ে ভারত। শেষের দিকে টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করেও শেষ রক্ষা করতে পারেননি ক্যারি। ৩৫ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন তিনি।অস্ট্রেলীয় ইনিংস থামে ৩১৬ রানেই। ভারত জেতে ৩৬ রানে। শতরান করে ম্যাচের সেরা শিখর ধবন।
ভারত ৩৫২/৫
অস্ট্রেলিয়া ৩১৬