ICC T20I Rankings: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের সুফল পেল ভারত, ব়্যাঙ্কিংয়ে কত নম্বরে রয়েছে টিম ইন্ডিয়া?
Indian Cricket Team: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের সুবাদে টিম ইন্ডিয়ার রেটিং বেড়ে ২৬৮ হল। পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ড পরাজিত হওয়ার ফলেই ভারত ব়্যাঙ্কিংয়ে নিজেদের দখল আরও মজবুত করল।
দুবাই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ জিতে নিয়ে সিরিজ নিজেদের নামে করেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। আইসিসি ব়্যাঙ্কিংয়েও (ICC T20I Rankings) এই জয়ের সুফল পেল টিম ইন্ডিয়া। রেটিং পয়েন্টে উন্নতি ঘটল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলের।
আইসিসির টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে ভারত আগে থেকেই এক নম্বরে রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের সুবাদে টিম ইন্ডিয়ার রেটিং বেড়ে ২৬৮ হল। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের থেকে আগেই বেশ কিছুটা এগিয়ে ছিল ভারতীয় দল। বর্তমানে টিম ইন্ডিয়া শীর্ষস্থানে নিজেদের দখল আরও মজবুত করল। ইংল্যান্ডের থেকে সাত রেটিং পয়েন্ট এগিয়ে গেল ভারতীয় দল। ইংল্যান্ডও বর্তমানে পাকিস্তানের বিরুদ্ধে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত। সেই সিরিজেরই চতুর্থ ম্যাচে ইংল্যান্ড তিন রানে পরাজিত হওয়ায় ভারতীয় দল রেটিং পয়েন্টে আরও এগিয়ে গেল।
ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান বর্তমানে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যুগ্মভাবে ২৫৮ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে। তবে পাকিস্তান যদি ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের বাকি তিন ম্যাচ জিতে যায়, তাহলে তারা ব়্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে পর্যন্ত উঠে আসতে পারে। অবশ্য ইংল্যান্ড বাকি তিন ম্যাচের একটিও যদি জিততে পারে, তাহলেই তারা দ্বিতীয় স্থানে নিজেদের জায়গা ধরে রাখতে সক্ষম হবে। অপরদিকে, দক্ষিণ আফ্রিকা ভারতের বিরুদ্ধে গতকাল থেকেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে।
ছিটকে গেলেন দীপক হুডা
দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (T20 Series) থেকে ছিটকে গেলেন দীপক হুডা (Deepak Hooda)। পিঠের চোটের জন্য গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন বঢ়োদার এই অলরাউন্ডার। টি-টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) জন্য় ভারতীয় দলে জায়গা করে নিয়েছিলেন হুডা। কিন্তু দক্ষিণ আফ্রিকা (South Africa) সিরিজ থেকে ছিটকে গিয়ে কিছুটা চাপ বেড়ে গেল। কারণ বিশ্বকাপের আগে নিজেকে প্রস্তুত করার আর কোনও সুযোগ পাচ্ছেন না হুডা। এমনকী এই চোটের জন্য বিশ্বকাপেও তিনি অংশ নিতে পারবেন কিনা তা নিয়েও সন্দেহ দানা বাঁধল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলে ছিলেন হুডা। কিন্তু তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগেই চোট পেয়ে যান তিনি। সেই সময়ই পিঠে চোট পেয়েছিলেন হুডা। তৃতীয় টি-টোয়েন্টির আগেই বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছিল, ''পিঠের চোটের কারণে ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টি-টোয়েন্টিতে নির্বাচনের জন্য দীপক হুডাকে পাওয়া যায়নি।''
আরও পড়ুন: কবে থেকে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ, কখন, কোথায় দেখবেন?