Imran Khan on World Cricket: আর্থিক জোরে বিসিসিআই এখন বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ করছে, দাবি ইমরান খানের
ইমরান খানের দাবি, বিসিসিআই বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। তাই বিসিসিআই বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ করে।
নয়াদিল্লি: সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান রামিজ রাজা বলেছেন, ভারতের অর্থে আইসিসি চলে। আবার আইসিসি-র দেওয়া অর্থের উপর নির্ভরশীল পিসিবি। তাই ভারত চাইলে পিসিবি বন্ধ করে দিতে পারে। এবার পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করলেন, বিসিসিআই বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। তাই বিসিসিআই বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ করে।
সম্প্রতি নিরাপত্তাজনিত আশঙ্কার কারণে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড পাকিস্তান সফর বাতিল করেছে। পাকিস্তানের ক্রিকেটমহলের পাশাপাশি ইমরানও ইসিবি, নিউজিল্যান্ড ক্রিকেটের পদক্ষেপে হতাশা প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, ‘ভারতের সঙ্গে কেউ এরকম করার সাহস পাবে না। কারণ, বিসিসিআই-এর আর্থিক ক্ষমতা আছে। ইংল্যান্ডের আচরণ হতাশাজনক। আমার মনে হয়, ইংল্যান্ডে এখনও এই মনোভাব রয়েছে যে ওরা পাকিস্তানের মতো দেশে খেলে বিশেষ উপকার করে। এর একটা কারণ হল অর্থ।’
ইমরান আরও বলেছেন, ‘এখন অর্থই সবচেয়ে বড় খেলোয়াড়। ক্রিকেটারদের ক্ষেত্রে এটা যেমন সত্যি, তেমনই ক্রিকেট বোর্ডগুলির ক্ষেত্রেও। ভারতের কাছে অর্থ আছে, তাই ভারতই এখন বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ করছে। ভারত যেটা বলে, ঠিক সেটাই হয়। কোনও দেশের ক্রিকেট বোর্ডই ভারতের বিরোধিতা করতে পারে না, কারণ ওরা জানে, আর্থিক স্বার্থ জড়িয়ে আছে। ভারত অর্থের জোগান দিতে পারে।’
এবারের টি-২০ বিশ্বকাপ ভারতে হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে এই প্রতিযোগিতা ভারত থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহি, ওমানে হবে টি-২০ বিশ্বকাপ। ভারত-পাকিস্তান একই গ্রুপে আছে। ২৪ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। তার আগে উত্তেজনার পারদ চড়ছে। ইমরানের বক্তব্য তাতে বাড়তি ইন্ধন জোগাল।
ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের মতোই ক্রিকেটীয় সম্পর্ক একেবারেই ভাল না। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের সফর বাতিলের জন্য ভারতকে দায়ী করেছেন পাকিস্তানের একাধিক প্রাক্তন ক্রিকেটার। এবার পাকিস্তানের প্রধানমন্ত্রীও বিসিসিআই সম্পর্কে মুখ খুললেন। এ বিষয়ে এখনও বিসিসিআই-এর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।