এক্সপ্লোর
টসের আগেই ফাঁস হয়ে গেল ভারত ও ইংল্যান্ডের প্রথম একাদশ?

লন্ডন: লর্ডসে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে টসের আগেই ফাঁস হয়ে গেল ভারত ও ইংল্যান্ড দলের প্রথম একাদশ? দুই দলের খেলোয়াড়দের নামের তালিকার ছবি ঘিরেই এই প্রশ্ন উঠেছে। লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা বৃষ্টির জন্য ভেস্তে যায়। গতকাল টস পর্যন্ত হয়নি। এরইমধ্যে বৃহস্পতিবার সন্ধেয় দুই দলের প্রথম একাদশের তালিকা ফাঁস হয়ে গিয়েছে বলে জল্পনা ছড়ায়। সোশ্যাল মিডিয়ায় এই তালিকার ছবি ভাইরাল হয়ে যায়। এতেই জল্পনা তুঙ্গে ওঠে।
ওই স্কোরশিটের ওপরে ছিল এমসিসি-র অফিসিয়াল লোগো। ওই শিটেই আয়োজক ও সফরকারী একাদশের লর্ডস টেস্টের জন্য প্রথম একাদশের খেলোয়াড়দের নাম দেখা যায়। ওই তালিকা অনুযায়ী, ভারত প্রথম একাদশে কোনও পরিবর্তন করেনি। দুই স্পিনারের পরিবর্তে আগের টেস্টের মতো এক স্পিনার রয়েছে ভারতের দলে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তালিকা অনুযায়ী, ইংল্যান্ড দলে মইন আলির পরিবর্তে এসেছেন ক্রিস ওকস। সেইসঙ্গে তালিকায় রয়েছে অভিষেককারী ওলি পপের নাম। ওই তালিকা সঠিক কিনা, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে ওই তালিকা সঠিক হলে অধিনায়ক হিসেবে এই প্রথম অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবেন কোহলি। এদিকে, গতকাল বৃষ্টির জন্য খেলা ভেস্তে যাওয়ায় খেলার সময়ে কিছু পরিবর্তন করা হয়েছে। বাকি চার দিনে আবহাওয়া ভালো থাকলে ৯৬ ওভার করে খেলা হবে। যদিও সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।India unchanged for 2nd test. #ENGvINDpic.twitter.com/KFLLszmtNg
— вυмяαн (@fake_bumrah_) August 9, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ক্রিকেট
লাইফস্টাইল-এর
ক্রিকেট
খেলার






















