আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেই ২০১৬ সাল শেষ করল ভারত
![আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেই ২০১৬ সাল শেষ করল ভারত India Finish 2016 At The Top Of Icc Test Team Rankings আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেই ২০১৬ সাল শেষ করল ভারত](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/12/20214921/kohli-jadeja.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দুবাই: ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-০ ব্যবধানে টেস্ট সিরিজ জেতার দৌলতে আইসিসি-র টেস্ট খেলিয়ে দেশের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেই ২০১৬ সাল শেষ করল বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।
মঙ্গলবার আইসিসি প্রকাশিত সদ্য টেস্ট র্যাঙ্কিংয়ে ১২০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত। কোহলি-বাহিনীর থেকে ১৫ পয়েন্ট পিছিয়ে ১০৫ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় অস্ট্রেলিয়া।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার থেকে ভগ্নাংশের বিচারে এগিয়ে থেকে তালিকায় দ্বিতীয় স্থানাধিকারী দেশ হিসেবে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু করেছিল ইংল্যান্ড। সিরিজের পরে এখন কুক-বাহিনীর পয়েন্ট ১০১। নেমে গিয়েছে পঞ্চম স্থানে। তিন ও চার নম্বরে যথাক্রমে উঠে এসেছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)