(Source: Poll of Polls)
IND vs PAK: ১৫ অক্টোবর নবরাত্রি, বদলে যেতে পারে বিশ্বকাপের ভারত-পাক ম্যাচের সূচি
World Cup 2023: আগামী ১৫ অক্টোবর বিশ্বকাপের মঞ্চে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার কথা। তার আগে অবশ্য এশিয়া কাপের মঞ্চে এই চিরপ্রতিদ্বন্দ্বী ২ দল আমনে-সামনে হবে।
আমদাবাদ: আসন্ন ওয়ান ডে বিশ্বকাপের আসর বসছে ভারতের মাটিতে। আর টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা আগামী ১৫ অক্টোবর। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হওয়ার কথা এই ম্যাচ। কিন্তু একটি সমস্যা দেখা দিয়েছে নবরাত্রি পড়ছে। সেদিন। ফলে ম্যাচের সূচি বদলের সম্ভাবনা তৈরি হয়েছে। আইসিসি এই বিষয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। ১৫ অক্টোবর নবরাত্রির প্রথম দিন। আর গুজরাতে এটি একটি উৎসবের আকার নেয়। প্রচুর পুন্যার্থীর আগমন হয় এই সময়। নিরাপত্তাজনিত একটা ইস্যুও হতে পারে। গুজরাতজুড়ে বেশ ধুমধাম করেই পালিত হয় নবরাত্রি। তাই ICC-র কাছে বিসিসিআই আবেদন জানিয়েছে, যদি ভারত-পাকিস্তান ম্যাচের তারিখ পরিবর্তনের বিষয়ে ভাবনাচিন্তা করতে।
যদি একান্তই এই ম্য়াচের সময়সূচি পরিবর্তিত হয়। তবে যারা ম্যাচ দেখতে আসছেন, তাঁদের জন্য সমস্যা হতে পারে। কারণ অনেকেই ট্রেন, বিমান, বাস বুক করে নিয়েছেন। হোটেল বুকিং চলছে। আমদাবাদে হোটেলর ভাড়াও বেড়েই চলেছে প্রতিনিয়ত। তবে নিরাপত্তা একটা বড় ইস্যু আমদাবাদে নবরাত্রির দিনগুলোয়। এজেন্সিগুলোও এই জন্য বিসিসিআইকে অ্যালার্ট করেছে।
গত মাসের শেষের দিকে, যখন আইসিসি বিশ্বকাপের সময়সূচি ঘোষণা করেছিল, তখন নরেন্দ্র মোদি স্টেডিয়াম চারটি খেলা পেয়েছিল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ, ভারত বনাম পাকিস্তান ম্যাচ, ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ও টুর্নামেন্টের ফাইনাল।
উল্লেখ্য, বিশ্বকাপের আগেই ভারত-পাক মহারণ। এশিয়া কাপে শ্রীলঙ্কার মাটিতে বসতে চলেছে এই টুর্নামেন্ট। আর সেখানেই রোহিত শর্মা ও বাবর আজমের দল মুখোমুখি হতে চলেছে। আগামী ২ সেপ্টেম্বর ২২ গজে নামতে চলেছে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। শ্রীলঙ্কার ক্যান্ডিতে আয়োজিত হবে এই খেলা।
এর আগে ভারতের মাটিতে হওয়ার কথা ছিল এশিয়া কাপ। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের দল পাঠাতে চায়নি ভারতে। তারপরই টুর্নামেন্টের ভেন্য়ু বদলে শ্রীলঙ্কায় নিয় যাওয়া হয়। গ্রুপ পর্বে নেপালের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। সেপ্টেম্বরের ৪ তারিখ ২ দল মাঠে নামবে। ৩০ আগস্ট নেপাল বনাম পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপের গ্রুপ পর্বের লড়াই। মুলতানে হবে এই খেলা।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) প্রস্তাব মেনে নিয়ে হাইব্রিড মডেলেই হবে এশিয়া কাপ। বৃহস্পতিবার একটি বিবৃতি জারি করে এশীয় ক্রিকেট কাউন্সিল থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, ৩১ অগাস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হবে এশিয়া কাপ।