IND vs WI: আজ ভারতের একাদশে দেখা যেতে পারে এই তরুণকে, শেষ ওয়ান ডে তে বদলের ভাবনা
IND vs WI: সিরিজ এই মুহূর্তে ভারতের দখলে। সেক্ষেত্রে শেষ ওয়ান ডে ম্যাচে হারলেও কোনও ক্ষতি হবে না। তাই এবার শেষ ম্যাচে বদলের পথে হাঁটতে চলেছে রোহিত বাহিনী।
আমদাবাদ: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। আর শেষ ম্যাচে কিছু বদলের পথে হাঁটতে পারে রোহিতরা। সিরিজ এই মুহূর্তে ভারতের দখলে। সেক্ষেত্রে শেষ ওয়ান ডে ম্যাচে হারলেও কোনও ক্ষতি হবে না। তাই এবার শেষ ম্যাচে বদলের পথে হাঁটতে চলেছে রোহিত বাহিনী। সেক্ষেত্রে দলে ফিরতে পারেন অভিজ্ঞ শিখর ধবন। সঙ্গে দলে আসতে পারেন তরুণ পেসার আবেশ খান। এছাড়াও স্পিন ডিপার্টমেন্টে বদল আসতে পারে। যুজবেন্দ্র চাহালকে বিশ্রাম দিয়ে দীর্ঘদিন পরে জাতীয় দলে ঢুকে পড়া কুলদীপ যাদবকে সুযোগ দেওয়া হতে পারে।
কিন্তু এখন প্রশ্ন হল যে কে কার জায়গায় ঢুকবেন? শেষ ওয়ান ডে ম্যাচে পন্থ ওপেন করেছিলেন রোহিতের সঙ্গে। যদিও সেই ফাটকা কাজে আসেনি। সেক্ষেত্রে ধবন ও রোহিত যদি ওপেন করেন, তবে রাহুল মিডল অর্ডারে নেমে আসবেন। পন্থও মিডল অর্ডারেই থাকছেন। দীপক হুডা প্রথম ২ ম্যাচে নজর কাড়লেও এই ম্যাচে সেক্ষেত্রে তাঁকে বসতে হতে পারে। কারণ মিডল অর্ডারে তিনে বিরাট, চারে সূর্যকুমার, পাঁচে রাহুল ও ছয়ে পন্থ নামবেন। এরপর স্পিন অলরাউন্ডার হিসেবে খেলবেন ওয়াশিংটন সুন্দর। এছাড়া চাহালের জায়গায় ঢুকবেন কুলদীপ যাদব। সেক্ষেত্রে ডানহাতি লেগিকে বিশ্রাম দেওয়া হবে। পেস বিভাগে বিশ্রাম পেতে পারেন মহম্মদ সিরাজ। তাঁর বদলি হিসেবে প্রথমবার জাতীয় দলের জার্সিতে ওয়ান ডে ম্যাচে নামতে পারেন আবেশ খান। অন্য ২ পেসার হলেন শার্দুল ঠাকুর ও প্রসিদ্ধ কৃষ্ণ। শেষ ওয়ান ডে ম্যাচে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন প্রসিদ্ধ। তাঁকে বসানোর প্ল্যান নিশ্চয় করবে না টিম ম্যানেজমেন্ট।
শেষ ওয়ান ডে ম্যাচে ৪৪ রানে জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। আজ জিতলে রোহিত শর্মার নেতৃত্ব প্রথমবার ভারতীয় দল কোনও সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করবে। এরপর তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলতে কলকাতা উড়ে আসবে ভারতীয় দল।