INDW vs AUSW: প্যাভিলিয়নে ৪ অজি ব্যাটার, মধ্যাহ্নভোজের আগেই ম্যাচের রাশ নিজেদের দখলে আনলেন হরমনপ্রীতরা
INDW vs AUSW Test: মেগ ল্যানিং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর প্রথমবার পূর্ণাঙ্গ সময়ের ক্যাপ্টেন হিসেবে মাঠে নামলেন হিলি। ভারতের জার্সিতে এদিন অভিষেক হয় রিচা ঘোষের।
মুম্বই: ইংল্যান্ডের বিরুদ্ধে ঠিক যেখানে শেষ করেছিল ভারতীয় দল। এদিন যেন সেখান থেকেই শুরু করেছিল তাঁরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট খেলতে নেমেছে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় মহিলা ক্রিকেট দল। ম্যাচের প্রথম সেশনে মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগেই প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট খুঁইয়ে বসেছে এলিসা হিলির অস্ট্রেলিয়া। প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন টপ অর্ডারের সেরা চার অজি ব্যাটার। ২টো উইকেট তুলে নিয়েছেন পূজা ভাস্ত্রাকার, ১ উইকেট নিয়েছেন স্নেহ রানা ও একটি রান আউট রয়েছে তার মধ্যে।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক এলিসা হিলি। মেগ ল্যানিং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর প্রথমবার পূর্ণাঙ্গ সময়ের ক্যাপ্টেন হিসেবে মাঠে নামলেন হিলি। ভারতের জার্সিতে এদিন অভিষেক হয় রিচা ঘোষের। অস্ট্রেলিয়া এদিন শুরুতেই ২ উইকেট হারিয়ে প্রথমে চাপে পড়ে যায়। ওপেনে নেমেছিলেন বেথ মুনি ও ফোবে লিচফিল্ড। ম্য়াচের প্রথম ওভারেই পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝিতে খাতা খোলার আগেই রান আউট হয়ে ফিরতে হয় লিচফিল্ডকে। নিজের প্রথম ওভারেই এরপর অভিজ্ঞ এলিসা পেরিকে বোল্ড করে দেন পূজা ভাস্ত্রাকার। এরপর তাহিলা ম্যকগ্রা ও বেথ মুনি মিলে কিছুক্ষণ দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ম্যাকগ্রা চালিয়ে খেলার সিদ্ধান্ত নেন। সেই মতই দ্রুত নিজের অর্ধশতরানও পূরণ করেন। তবে ৫৬ বলে ৫০ রানের ইনিংস খেলেই স্নেহ রানার বলে রাজেশ্বরী গায়কোয়াডের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। নিজের ইনিংসে ৮টি বাউন্ডারি হাঁকান তাহিলা। ক্রিজে সেট হয়ে গেলেও মধ্যাহ্নভোজের ঠিক আগে পূজা ভাস্ত্রাকারের বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান বেথ মুনি। তিনি ৪০ রান করেন।
উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের জার্সিতে অভিষেক হয়েছিল শুভা সথীশের। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন তিনি। তাঁর বদলি হিসেবেই এই টেস্টে অভিষেক হয় রিচার। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে মাঠে ফিল্ডিং করতে নেমেছিলেন পরিবর্তি ফিল্ডার হিসেবে। এবার সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হল রিচার। ভারতীয় মহিলা ক্রিকেট দলের ৯৪ তম প্লেয়ার হিসেবে টেস্টে ডেবিউ করলেন এই মারকুটে উইকেট কিপার ব্যাটার। এদিন টিম হাডলে টসের আগে হরমনপ্রীত কৌরের ডেপুটি স্মৃতি মন্ধানা রিচার হাতে টেস্ট ক্যাপ তুলে দেন।