এক্সপ্লোর
Advertisement
দলাই লামাকে ব্যবহার করা উচিত নয় ভারতের, দাবি চিনের
বেজিং: বৌদ্ধ ধর্মগুরু দলাই লামার সাম্প্রতিক অরুণাচল প্রদেশ সফর নিয়ে ফের ভারতকে আক্রমণ করল চিন। সে দেশের বিদেশ মন্ত্রকের দাবি, দলাই লামার এই সফর ভারত-চিন সম্পর্ক ও সীমান্ত বিরোধের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। বেজিংয়ের স্বার্থ ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে দলাই লামাকে ব্যবহার করা উচিত নয় ভারতের।
চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লু কাং বলেছেন, ‘অতীতে বিভিন্ন কারণে ভারত-চিনের রাজনৈতিক সম্পর্ক ভাল ছিল না। আমরা তিব্বত সংক্রান্ত বিষয়ে ভারতের দায়বদ্ধতার কথা মেনে চলার আবেদন জানাচ্ছি। দলাই লামাকে চিনের বিরুদ্ধে ব্যবহার না করার বিষয়ে ঐকমত্য হওয়া উচিত ভারতের। একমাত্র সেটা হলেই সীমান্ত বিরোধ মেটানোর আদর্শ পরিবেশ তৈরি হতে পারে।’
এ মাসের ৪ তারিখ অরুণাচল প্রদেশে যান দলাই লামা। তিনি তাওয়াংয়েও যান। চিনের পক্ষ থেকে দলাই লামার এই সফরের বিষয়ে প্রতিবাদ জানানো হয়। দলাই লামার সঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর অরুণাচল প্রদেশে যাওয়া এবং এই রাজ্যকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলাকেও ভালভাবে নেয়নি বেজিং।
তবে ভারত জানিয়েছে, তিব্বতের বিষয়ে অবস্থান বদল হয়নি। দ্বিপাক্ষিক সহমতের ভিত্তিতে সীমান্ত সমস্যার ন্যায্য সমাধানের পক্ষে নয়াদিল্লি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement