Olympics 2024: 'কোনও টাকা পাইনি', কেন্দ্রীয় মন্ত্রকের তথ্যকে 'মিথ্যা' দাবি পোনাপ্পার
Ashwini Ponappa: কিন্তু পুরো খবরকে নস্যাৎ করে দিলেন এই মহিলা ভারতীয় শাটলার। এমনকী সঠিক কোনও কোচও ছিল না তাঁর। পর্যাপ্ত গাইডেন্সও পাননি বলেই দাবি করেছেন পোনাপ্পা।
নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্সে ব্যাডমিন্টনে ভারতের মহিলাদের ডাবলসে নেমেছিলেন তিনি। কিন্তু সাফল্য আসেনি। কিন্তু এবার ক্রীড়ামন্ত্রক ও সাইয়ের প্রতি ক্ষোভ উগড়ে দিলেন ৩৪ বছরের ব্যাডমিন্টন তারকা। কিছুদিন আগেই একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে, পোনাপ্পা ক্রীড়ামন্ত্রকের তরফে ১.৫০ কোটি টাকা পেয়েছেন। কিন্তু পুরো খবরকে নস্যাৎ করে দিলেন এই মহিলা ভারতীয় শাটলার। এমনকী সঠিক কোনও কোচও ছিল না তাঁর। পর্যাপ্ত গাইডেন্সও পাননি বলেই দাবি করেছেন পোনাপ্পা।
নিজের সোশ্য়াল মিডিয়া পোস্টে পোনাপ্পা লিখেছেন, "সত্যতা যাচাই না করেই কীভাবে এই ধরণের প্রতিবেদন লেখা হল? এই মিথ্যা কীভাবে লেখা হল? প্রত্যেকে নাকি ১.৫ কোটি টাকা পেয়েছে? কার কাছ থেকে? কীসের জন্য? আমি কোনও টাকা পাইনি। এমনকি আমি কোনও সংগঠনের অংশও নই যেখান থেকে ফান্ড আসবে। তাহলে টাকা পাওয়ার বিষয় আসল কোথা থেকে?''
How can an article be written without getting facts right? How can this lie be written? Received 1.5 CR each? From whom? For what ? I haven't received this money.
— Ashwini Ponnappa (@P9Ashwini) August 13, 2024
I was not even part of any organisation or TOPS for funding.https://t.co/l7gb1C36Tf @PTI_News