IND T20 Squad for WI Tour: কোহলিকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ সফর? দলে ফিরতে পারেন রাহুল, কুলদীপ
IND vs WI: টি-টোয়েন্টি সিরিজ একদমই ভাল যায়নি বিরাটের। ওয়ান ডে সিরিজের আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছেন প্রথম ম্যাচ থেকে। আজ দ্বিতীয় ম্যাচেও হয়ত মাঠের বাইরেই থাকতে হবে তাঁকে।
মুম্বই: বিরাট কোহলির জন্য কী টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) দরজা বন্ধ হতে চলেছে? বোর্ডে সূত্রে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে, ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের ফর্ম্য়াটে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজে পারফরম্যান্সের ওপর নির্ভর করছে বিরাটের বিশ্বকাপ ভাগ্য। টি-টোয়েন্টি সিরিজ একদমই ভাল যায়নি বিরাটের। ওয়ান ডে সিরিজের আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছেন প্রথম ম্যাচ থেকে। আজ দ্বিতীয় ম্যাচেও হয়ত মাঠের বাইরেই থাকতে হবে তাঁকে। এবার শোনা যাচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হতে পারে। চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচক মণ্ডলী বিরাটের সঙ্গে বিশ্রাম দিতে পারে যশপ্রীত বুমরাকেও। তালিকায় থাকতে পারেন রোহিত শর্মা, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ড্য, মহম্মদ শামিও।
দলে ফিরতে পারেন কুলদীপ, রাহুল
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে চোটের জন্য ছিটকে গিয়েছিলেন বাঁহাতি কুলদীপ যাদব। সেই সিরিজের আগে ছিটকে গিয়েছিলেন কে এল রাহুলও। এবার ২ জনেই ফিরতে পারেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। বাঁহাতি কুলদীপের কাছে ওয়েস্ট ইন্ডিজ সফর খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশ্বকাপের স্কোয়াডে থাকতে হলে এই সিরিজে পারফর্ম করতেই হবে চায়নাম্যানকে।
কে এল রাহুল জার্মানিতে গিয়েছিলেন চিকিৎসার জন্য। এরপর দেশে ফিরে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব সারছেন তিনি। তিনিও ফিরছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। বিরাট না থাকলে শ্রেয়স আইয়ার আরও একটি সুযোগ পাবেন জাতীয় দলে নিজেকে প্রমাণ করার জন্য।
দীপক হুডা ও শ্রেয়স আইয়ার সদ্য টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে শতরান করেছেন। তাঁরা যে দলে থাকছেন তা একপ্রকার নিশ্চিত। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলেও সূর্যকুমারের থাকা একপ্রকার নিশ্চিত। ওয়েস্ট ইন্ডিজ সফরে হুডা যদি দুর্দান্ত পারফরম্যান্স করে দেন, তবে কিন্তু বিরাটের চাপ আরও বাড়বে।
আরও পড়ুন: ''ফর্মে ফেরার রাস্তা নিজেকেই খুঁজে বের করতে হবে'', বিরাটকে পরামর্শ সৌরভের