Sourav On Virat: ''ফর্মে ফেরার রাস্তা নিজেকেই খুঁজে বের করতে হবে'', বিরাটকে পরামর্শ সৌরভের
Sourav Ganguly: বোর্ডের বিরুদ্ধে গিয়ে নিজের নেতৃত্ব হারাতে হয়েছিল কোহলিকে। তবে এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সমর্থন পেলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
লন্ডন: এর আগেও বারবার তিনি বিরাট কোহলির পাশে দাঁড়িয়েছেন। আরও একবার ঠিক সেই কাজটাই করলেন। প্রাক্তন ভারত অধিনায়কের (EX Indian Captian) খারাপ সময় তাঁর পাশে দাঁড়ালেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এক সক্ষাৎকারে বিরাটের পাশে দাঁড়িয়ে সৌরভ বলেন, ''খেলোয়াড়দের এটা হতেই পারে। সচিন, রাহুল এবং আমিও এর মধ্যে দিয়ে গিয়েছি। সমস্ত খেলোয়াড়দের খারাপ ফর্ম আসে। এটা খেলার অঙ্গ। বিরাট কতগুলো আন্তর্জাতিক ম্যাচ খেলেছে সেটা দেখুন। প্রতিভা ছাড়া এটা সম্ভব হয় না। বিরাট এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।''
বিরাটকে পরামর্শ সৌরভের
তবে এরপরই সৌরভ আরও বলেন, ''নিঃসন্দেহে ওর ক্রিকেট কেরিয়ারের দিকে তাকালে যে পরিসংখ্যানটা দেখা যাবে তা কখনওই যোগ্যতা না থাকলে হয় না। অবশ্যই ও খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে আমরা সবাই জানি দুর্দান্ত একজন ক্রিকেটার বিরাট। এর আগেও দেখেছি যে ও কামব্যাক করেছে। আমি চাইব এবারও নিজের ফর্মে ফেরার রাস্তাটা ও নিজেই খুঁজে বের করুক। ১২-১৩ বছর যেভাবে ধারাবাহিক ভাল পারফর্ম করেছে, সেই পুরনো বিরাটকেই ফিরে পেতে চাই আমরা।''
আজও মাঠের বাইরে বিরাট?
প্রথম ওয়ান ডে ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি। কুঁচকির চোট ভুগিয়েছে বিরাটকে। যার জন্যই প্রথম ওয়ান ডে থেকে ছিটকে গিয়েছিলেন। তাঁর বদলে প্রথম ম্যাচে একাদশে নেওয়া হয়েছিল শ্রেয়স আইয়ারকে। যদিও ব্যাট হাতে নামার প্রয়োজন হয়নি শ্রেয়সের। তার আগেও ২ ওপেনার রোহিত ও ধবন মিলে দলকে জয় এনে দিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচে কী বিরাটকে পাওয়া যাবে? আজ সিরিজ জয়ের জন্য মাঠে নামতে চলেছে ভারতীয় দল। আর গুরুত্বপূর্ণ ম্য়াচে বিরাটকে হয়ত বিশ্রাম দেওয়া হতে পারে। এখনও পর্যন্ত কোনও কিছু অফিশিয়ালি জানা না গেলেও কুঁচকির চোটে ভোগা বিরাটকে বিশ্রাম দেওয়া হতে পারে এই ম্যাচেও। আর তেমনটা হলে গোটা একাদশে আর কোনও বদলের সম্ভাবনা নেই বললেই চলে। শ্রেয়সকেই আবার তিন নম্বর পজিশনে আজ দেখা যেতে পারে।
আরও পড়ুন: 'অ্যালেক্সা প্লিজ প্লে...', সোশাল মিডিয়ায় ভাইরাল জাফরের মজাদার ট্যুইট