এক্সপ্লোর
Advertisement
উত্তেজনার আবহে বৃহস্পতিবার অনূর্দ্ধ ১৮ হকি এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি ভারত ও পাকিস্তান
ঢাকা: অনূর্দ্ধ ১৮ হকি এশিয়া কাপের সেমিফাইনালে আগামীকাল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। উরি হামলার পরিপ্রেক্ষিতে দুই দেশের সম্পর্কে মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে এই ম্যাচ ঘিরে আগ্রহ দেখা দিয়েছে।
টুর্নামেন্টে দুটি দেশই এর আগে দুবার অংশ নিয়ে সাফল্য পেয়েছে। ভারত ২০০১-এ চ্যাম্পিয়ন হয়েছিল। ২০০৯-এ পঞ্চম হয়েছিল ভারত। পাকিস্তানও ২০০৯-এ চ্যাম্পিয়ন হয়েছিল। ২০১১-র ব্রোঞ্জ পেয়েছিল তারা।
চলতি টুর্নামেন্টে অপেক্ষাকৃত অনভিজ্ঞ দলগুলির বিরুদ্ধে জয়ী হয়ে সেমিফাইনালে উঠেছে। প্রথম ম্যাচ চাইনিজ-তাইপেইকে ৬-১ হারায় পাকিস্তান। পরের ম্যাচে চিনকে ৬-০ তে হারায় তারা। শেষম্যাচে হংকংকে ১৪-০ হারিয়ে গ্রুপের সেরা দল হিসেবে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান।
অন্যদিকে, গ্রুপ লিগে ভারতকে শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। প্রথম ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ে আয়োজক দেশ বাংলাদেশের কাছে ৫-৪ হারতে হয় ভারতকে। কিন্তু ওই হারের ধাক্কা সামলে পরের ম্যাচে ওমানকে ১১-০ গোলে বিধ্বস্ত করে ভারত।
ভারতের কোচ বিজে কারিয়াপ্পা বলেছেন, পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী। এটাই সেমিফাইনালের লড়াইকে আলাদা মাত্রা দিয়েছে। এই ম্যাচে জিততে দলের ছেলেরা মরীয়া।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement